কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার থেকে রাজ্যের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সেইমতো শীঘ্রই সিটেট উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবার কথা। তবে সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের টেট পাশ প্রার্থীরা সিটেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালতে।
এর আগে কেন্দ্রীয় টেট (সিটেট) উত্তীর্ণ প্রার্থীরা এ রাজ্যের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলেও এবার থেকে হাইকোর্টের নির্দেশে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তাঁরা। কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, সিটেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেবে পর্ষদ। তাঁদের জন্য আলাদা পোর্টাল খুলে রেজিস্ট্রেশনও শুরু করা হবে। নেওয়া হবে ইন্টারভিউ। এছাড়া সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, এ রাজ্যের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক সিটেট পাশ প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের ডকুমেন্টগুলি জমা করবেন। সিটেট উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন শুরুর উদ্দেশ্যে এহেন বিজ্ঞপ্তি দেয় পর্ষদ।
চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
তবে এরইমধ্যে সূত্রের খবর, রাজ্যের টেট উত্তীর্ণ প্রার্থীরা তথা WBTET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দ্বারস্থ হয়েছেন আদালতের। হাইকোর্টের নির্দেশে সিটেট পাশ প্রার্থীদের প্রাথমিকের নিয়োগে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। মামলার পরবর্তী শুনানিতে এ বিষয়ে জানা যাবে বিস্তারিত।