অন্যান্য খবর

উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে চাকরি, কারিগরি শিক্ষায় জোর দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় জোর দেওয়ার উদ্যোগ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ সহ কর্মসংস্থান বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ শিবিরের আয়োজনও করেছে কারিগরি প্রশিক্ষণ দপ্তর। এই সকল উদ্যোগের সুফল মিলছে হাতেনাতে। ইতিমধ্যে রাজ্যে ও রাজ্যের বাইরে কাজ পেয়েছেন অনেক যুবক-যুবতীরা।

সূত্রের খবর, বর্তমানে রাজ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বা ভিসিটিগুলির সংখ্যা পৌছেছে ২৬৫২টি তে। এখানে উচ্চমাধ্যমিক ও অষ্টম শ্রেণী উত্তীর্ণ পড়ুয়াদের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি কোর্সের ব্যবস্থা করা হয়। যেমন, অটোমোবাইল, টেক্সটাইল, কন্সট্রাকশন, কম্পিউটার ও কৃষিভিত্তিক কোর্স ইত্যাদি। অধিকাংশ কোর্সই ছয় মাস থেকে এক বছর মেয়াদের। প্রায় ৪২টি বিষয়ে বিনামূল্যে কোর্স করানো হয় শিক্ষার্থীদের। রিপোর্ট বলছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলি (ভিসিটি) থেকে প্রায় ১১০০ যুবক-যুবতী গত দেড় মাসে রাজ্য ও বাইরের বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ পেয়েছেন। পাশাপাশি, এই শিবিরগুলি থেকে ভিসিটি ছাড়াও চাকরির ব্যবস্থা হচ্ছে আইআইটি (ITI) প্রশিক্ষণপ্রাপ্তদের।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

বিভিন্ন বেসরকারি সংস্থা রাজ্যের এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের যাতে কাজে নিযুক্ত করেন, তার জন্য বিশেষ তৎপর রাজ্য সরকার। বর্তমানে ভিসিটিগুলিতে একজন করে প্লেসমেন্ট কো-অর্ডিনেটর রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কারিগরি প্রশিক্ষণ দপ্তর থেকে সমস্ত ভিসিটিগুলির কাছে চিঠি পাঠানো হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছে রাজ্য। এছাড়া, নানান প্রশাসনিক বৈঠকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী নিজেও। এরকম বেশ কিছু বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প, বানিজ্য সংস্থার প্রতিনিধিরা। মমতা সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের সুফল মিলেছে ইতিমধ্যেই। আশা করা যাচ্ছে, অদূর ভবিষ্যতে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ 

সরকারের প্রকল্পের হাত ধরে হাজার হাজার কর্মসংস্থান

Related Articles