রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ফের বিপুল শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে আয়োজিত জনসভার মঞ্চ থেকে দশ লক্ষ শূন্যপদে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। চাকরিতে নিয়োগ পাওয়ার আশায় নিত্যদিন আন্দোলন, বিক্ষোভে অংশ নিচ্ছেন রাজ্যের শিক্ষিত যুবক-যুবতিরা। সোমবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিছুটা আশার আলো দেখলেন তাঁরা।
সোমবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবস। এদিনের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “১০ লাখ ছেলেমেয়েকে চাকরি দেওয়া কোনোও ব্যাপারই না।” তিনি বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে রাজ্যের বেকার যুবক-যুবতীদের দশ লাখ চাকরি দেবে মমতা সরকার। বিভিন্ন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প-সহ বিভিন্ন শিল্পে নিয়োগ করা হবে তাঁদের। একই সূত্র ধরে মুখ্যমন্ত্রী বলেন, বানতলায় ৫ লক্ষ, হাওড়ায় ২ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে। এছাড়াও এক লক্ষ মানুষ দেউচা পাঁচামিতে চাকরি পাবেন বলে জানিয়েছেন তিনি।
চাকরির খবরঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
চাকরির দাবিতে মাঝেমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বঙ্গে। পুলিশের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা। শিক্ষক পদে নিয়োগের জটিলতা অত্যাধিক। শূন্যপদ পড়ে থাকলেও নিয়োগ হচ্ছে কই! আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ হলেও হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় থমকে রয়েছে নিয়োগ। সংশ্লিষ্ট বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রীও। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ২৪ হাজার শূন্যপদ পড়ে থাকার বিষয়ে উল্লেখ করেছেন তিনি। এছাড়া তিন মাসের মধ্যে ৮ হাজার পুলিশ নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বিপুল শূন্যপদে নিয়োগের ঘোষণায় মুখে হাসি ফুটেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যের কো-অপারেটিভ দুগ্দ্ধ সমিতিতে কর্মী নিয়োগ