চাকরির খবর

রাজ্যে ১০ হাজার ‘ইন্টার্নশিপ’ কর্মী নিয়োগ! পাবেন ১০ হাজার টাকা ভাতা, ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বছরের শুরুতেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১০ হাজার ইন্টার্নশীপ কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

নতুন বছরের শুরুতেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে যখন প্রতিনিয়ত চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে এবং বিভিন্ন নিয়োগ নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই আবহেই এবার রাজ্যে ১০ হাজার কর্মী নিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সোমবার রাজ্যের নবনির্মিত ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে ১০ হাজার 'ইন্টার্নশিপ' কর্মী নিয়োগ

রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা নিয়ে প্রায়শই নতুন পরিসংখ্যান উঠে আসে। পুলিশ দপ্তর থেকে শিক্ষা দপ্তর সহ রাজ্যের অন্যান্য সরকারি দপ্তরে কয়েক লক্ষ শূন্যপদ পড়ে থাকার দাবি উঠছে সরকারি কর্মীদের একাংশের মুখে। এসবের মাঝেই উক্ত অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “এবছর আমরা একটা নতুন স্কিম চালু করলাম। এদিন থেকেই এটা চালু হল। নাম দেওয়া হয়েছে ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’।” প্রকল্পের বিষয়ে তাঁর বক্তব্য, “আমি চাই ছাত্র অবস্থা থেকেই ছেলে-মেয়েরা সরকারি কাজের প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণে তারা যদি সফল হয় তাহলে তাদের একটি করে শংসাপত্র দেওয়া হবে।”

চাকরির খবরঃ রাজ্য মিউনিসিপাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

এক বছরের কাজের জন্য এখানে ১০ হাজার টাকা ভাতার ব্যবস্থা থাকবে। এক বছরের কাজে ভালো পারফরম্যান্স করলে পুনরায় তাদের ইন্টার্নশিপের কাজে রিনিউয়াল দেওয়া হবে। এই ঘোষণার পর তৈরী হয়েছে নতুন বিতর্ক। ওয়াকিবহল মহলের দাবি, এভাবেই রাজ্যে স্থায়ী সরকারি চাকরির ব্যবস্থা একেবারে বন্ধ করে দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রাজ্যে ১০ হাজার 'ইন্টার্নশিপ' কর্মী নিয়োগ

Related Articles