অন্যান্য খবর

আগস্টে প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা! তোড়জোড় শুরু পর্ষদের দপ্তরে

Advertisement

গত ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রায় শেষের পর্বে। আজ ২৪ তারিখ ছিল প্রাইমারি টেটের উনিশ দফার ইন্টারভিউ। আদালতের নির্দেশ মেনে এই ইন্টারভিউ নিয়েছে পর্ষদ। সূত্রের খবর, এই উনিশ দফার ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়। এরপর মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। কিন্তু কবে এই মেধাতালিকা প্রকাশ পাবে তার আশায় দিন গুনছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি ইঙ্গিত মিলছে, অগাস্ট নাগাদ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্যানেল প্রকাশ হতে পারে।

এক থেকে আঠেরো দফার ইন্টারভিউ শেষে এদিন সোমবার উনিশ দফার ইন্টারভিউ শেষ হল। পর্ষদ সূত্রে খবর, এরপর আর তেমন কোনো প্রার্থী ইন্টারভিউর জন্য বাকি থাকছেন না। তাই দ্রুত প্যানেল প্রকাশের জন্য তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখনও স্পষ্টভাবে মেধাতালিকা প্রকাশের তারিখ জানানো হয়নি। পর্ষদ সভাপতির কথায়, “আমাদের কাজ চলছে। যথাসময়ে আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশের বিষয়ে”। হতে পারে আর কিছুদিনের অপেক্ষা তারপরেই বিজ্ঞপ্তি দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ রাজ্যে একাধিক চাকরি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো

এবারের শিক্ষক নিয়োগ কর্মসূচি নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রতি দফার ইন্টারভিউতে কড়া নজরদারির পাশাপাশি নম্বর প্রদানের ক্ষেত্রেও অভিনবত্ব আনে পর্ষদ। ইতিমধ্যে পর্ষদ সূত্রে খবর, প্রার্থীদের ডকুমেন্টগুলি খতিয়ে দেখার কাজ চলছে। কোনো ডকুমেন্ট নকল রয়েছে নাকি তাও বিশেষ পদ্ধতিতে চেক করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই একগুচ্ছ শূন্যপদে শিক্ষক নিয়োগ প্যানেল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা

Related Articles