অন্যান্য খবর

রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল, কোন জেলায় কত শূন্যপদ জেনে নিন বিস্তারিত

রাজ্যের জেলায় জেলায় শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ প্রক্রিয়া। প্রকাশ পেল একাধিক জেলার বিজ্ঞপ্তি। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যের সমস্ত জেলায় শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন শুক্রবার বিধানসভায় নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এমনটাই জানালেন। পূর্বে এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ক্ষেত্রে বেশকিছু জটিলতা থাকলেও বর্তমানে সেই সমস্যা সমাধান করে পুনরায় শুরু করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি পুরুলিয়া জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে তৈরী হয়েছিল সমস্যা। উক্ত নির্দেশিকাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে নিয়োগের ক্ষেত্রে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। এতদিন যাবৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা ছিল অষ্টম শ্রেণী পাশ। ইতিপূর্বে এই নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৪৫ বছর। কেন্দ্রীয় সরকার এই বয়সসীমা কমিয়ে করেছিল ৩৫ বছর। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছিল। সম্প্রতি তার জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা নিয়ে যারা সহায়িকা পদে নিযুক্ত হয়েছেন ১০ বছর পরে তাঁরা কর্মী পদে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস ২০২৪

অঙ্গনওয়াড়ি কর্মী

অঙ্গনওয়াড়ি কর্মী

চাকরির খবরঃ পুরুলিয়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

বলা বাহুল্য বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কর্মরত মহিলারা মাসিক ভাতা পেয়ে থাকেন ৮,৩৫০/- টাকা। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত মহিলারা মাসিক ভাতা পেয়ে থাকেন ৬,৩০০/- টাকা। নিয়োগ সংক্রান্ত এই জটিলতা কেটে যাওয়ার পর পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন বিধানসভায় তিনি আরও জানান, রাজ্যে মোট ১ লক্ষ ১৯ হাজার ৪৮১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। এগুলির মাধ্যমে বর্তমানে ২১ হাজার ৪৯২ কর্মী এবং ১৩ হাজার ৯০৬ টি সহায়িকা পদ শূন্য আছে। মন্ত্রীর ঘোষণার পর জেলা ভিত্তিক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা করছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।

অঙ্গনওয়াড়ি কর্মী

Related Articles