অন্যান্য খবর

সকল টেট পরীক্ষার্থীকে দিতে হবে অতিরিক্ত নম্বর! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ভুল প্রশ্নের জন্য ২০১৪ সালের টেটে প্রত্যেক পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

Advertisement

টেট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রত্যেক পরীক্ষার্থীকে বাড়তি ৬ নম্বর করে দেওয়ার রায় দিল উচ্চ আদালত। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় এহেন নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের ফলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বাড়ল রাজ্যের চাকরিপ্রার্থীদের।

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল এহেন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে দায়ের হয়েছিল এই মামলা। ঘটনাটি খতিয়ে দেখতে বিচারপতি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। পরবর্তীতে কমিটি জানায় টেট পরীক্ষার ছয়টি প্রশ্ন ভুল রয়েছে। মামলার শুনানিতে বিচারপতি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, যে সমস্ত পরীক্ষার্থী ঋণাত্মক মান পেয়েছেন তাঁদের সবাইকে বাড়তি নম্বর দিতে হবে। কিন্তু এই রায় না মেনে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার

চাকরিপ্রার্থীদের আবেদনে বিচারপতি তালুকদারের বেঞ্চে মামলা উঠলে তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে ছয় নম্বর করে দেওয়ার নির্দেশ দেন। আবার, ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে উঠলে তিনিও সকল প্রার্থীদের বাড়তি নম্বর দেওয়ার রায় দেন। এদিকে পর্ষদের বক্তব্য, এত সংখ্যক পরীক্ষার্থীকে ছয় নম্বর করে দিলে পুরো মেধাতালিকা ওলট পালট হয়ে যাবে। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের দাবি মানেনি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, যা বক্তব্য রাখার তা সিঙ্গেল বেঞ্চে গিয়ে বলতে হবে। অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে।

সকল টেট পরীক্ষার্থীকে দিতে হবে অতিরিক্ত নম্বর

Related Articles