চাকরির খবর

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! মোট শূন্যপদের সংখ্যা ২৬৭২টি

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যে শুরু হলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। শুরু হল রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের তোড়জোড়। আদালতে চলা মামলার কারণে এতদিন থমকে ছিল নিয়োগ। তবে এবার এ বিষয়ে উদ্যোগী হল প্রশাসন। দীর্ঘ নয় বছর পর ফের হাজার হাজার শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ হবে জেলায়। একদিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে অন্যদিকে শূণ্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য। জেলার তরফে প্রকাশ হতে চলেছে নিয়োগ বিজ্ঞপ্তি।

অঙ্গনওয়াড়ি কর্মী

অবশেষে জটিলতা কাটিয়ে পূর্ব মেদিনীপুর জেলার আইসিডিএস কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তোড়জোড় শুরু হল এবার। বর্তমানে এই জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ৬৩৪৫টি। যেখানে ১০৩৯টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও ১৬৩৩টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি সহায়িকার নিয়োগ করা সম্ভব। সব মিলিয়ে প্রায় ২৬৭২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এতদিন মামলা চলায় হয়নি নিয়োগ। তবে এবার গঠন করা হয়েছে সিলেকশন কমিটি। সিডিপিওদের কাছ থেকে নেওয়া হয়েছে শূন্যপদের তালিকা। সূত্রের খবর, শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জেলার ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। নিয়োগ সম্বন্ধে আপডেট পেতে ‘Exam Bangla’-র টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এখান থেকেই জানতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের আবেদন গ্রহণ শুরু হল রাজ্যে

প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দারা। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। আপাতত এই নিয়োগ নিয়ে জোরদার কাজ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তরফে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি আটকাতে আরও সতর্ক হয়েছে প্রশাসন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন চাকরিপ্রার্থীরা।

অঙ্গনওয়াড়ি কর্মী

Related Articles