এক নজরে
West Bengal ANM GNM 2023: West Bengal Joint Entrance Board released West Bengal ANM GNM 2023 Notification. West Bengal ANM GNM exam will held on 2nd July, 2023 (12 Noon to 1:30 PM). You can apply online from West Bengal Joint Entrance Board official website (wbjeeb.nic.in). Many students participate in ANM GNM exam and get the opportunity to study in various government colleges of West Bengal. The applicant must have passed or must be appearing in 2023 in class 12 examination in (10+2) system only.
West Bengal ANM GNM 2023
WB ANM GNM Admission 2023 | |
Exam Board | West Bengal Joint Entrance Examinations Board |
Exam Name | WB JEE ANM GNM Exam 2023 |
Qualification | Higher Secondary Pass |
Exam Date | 02/07/2023 (Sunday) |
West Bengal ANM GNM Notification 2023 in Bengali
রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে রাজ্যে ANM GNM 2023 কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বহু ছাত্র-ছাত্রী এই কোর্সে ভর্তির জন্য অপেক্ষায় থাকেন। শেষমেষ WBJEEB অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ANM GNM কোর্সে আবেদন করতে পারবেন, এবং যেসব ছাত্র- ছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও ANM GNM 2023 -এ আবেদন করার সুযোগ পাবেন।
WB ANM GNM Admission 2023
প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স বোর্ড ANM GNM Notification প্রকাশ করে। এবং পরীক্ষা হয় জুন কিংবা জুলাই মাস নাগাদ। 2023 সালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 2023 ANM GNM পরীক্ষা হবে আগামী 2 জুলাই, 2023 তারিখ )দুপুর 12 থেকে দুপুর 1 টা 30 মিনিট পর্যন্ত)। ANM কোর্সে কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। GNM কোর্সে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
WB ANM GNM Qualification 2023 (শিক্ষাগত যোগ্যতা)
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয় অবশ্যই পাশ করে থাকতে হবে। যেসব ছাত্র- ছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদনযোগ্য। এছাড়াও যেসব প্রার্থীরা Health Care Science বিষয়ে Vocational -এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদনযোগ্য।
WB ANM GNM Age limit (বয়সসীমা)
আবেদনকারী প্রার্থীর বয়স ১৭ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ৩১/১২/২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
WB ANM GNM Application Process
WB ANM GNM Course -এ আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। West Bengal Joint Entrance Board (WBJEE) -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইট টি হলো wbjeeb.nic.in , এখনও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। www.wbjeeb.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আবেদন ফি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
WB ANM GNM Application fee
আবেদন ফি বাবদ জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
WB ANM GNM 2023 Important Date
- Application Start: 17.01.2023
- Application End: 13.02.2023
WB ANM GNM 2023 Exam Pattern
ANM GNM Exam Pattern | |
Exam Type | MCQ |
No. Of Questions | 100 |
Full Marks | 115 |
Duration | 1 Hours 30 Min. |
Negative Marking | 0.25 |
Exam Language | Bengali & English |
WB ANM GNM 2023 Syllabus
WB ANM GNM 2023 Detailed Syllabus
জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং গণিত বিষয়ের প্রশ্নগুলি দশম শ্রেণী মানের হবে। ইংরেজি, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং বিষয়ের প্রশ্নগুলি দ্বাদশ শ্রেণী মানের হবে।
কেবল জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে ক্যাটাগরি- 2 প্রশ্ন আসবে। ক্যাটাগরি- 1 প্রশ্নগুলির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকলেও ক্যাটাগরি- 2 প্রশ্নগুলির ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যাটাগরি- 1 প্রশ্নগুলিতে চারটি বিকল্পের মধ্যে একটি সঠিক উত্তর নির্বাচন করতে হয়। কিন্তু ক্যাটাগরি- 2 প্রশ্নগুলির ক্ষেত্রে চারটি বিকল্পের মধ্যে একাধিক সঠিক উত্তর নির্বাচন করতে হয়। ক্যাটাগরি- 1 প্রশ্নগুলির মান 1, ক্যাটাগরি- 2 প্রশ্নগুলির মান 2।
WB ANM GNM 2023 Official Notice Download
ANM GNM 2023 -এর সম্পূর্ণ আবেদন পদ্ধতি, সিলেবাস বিস্তারিত আলোচনা করা হয়েছে। ছাত্র- ছাত্রীদের সুবিধার্থে WB ANM GNM 2023 Notification ডাউনলোড লিংক দেওয়া হলো।
Official Notification: Download Now
WB ANM GNM 2023 FAQ
Q: WB ANM GNM 2023 কীভাবে আবেদন করবো?
Ans: WB ANM GNM 2023 সম্পূর্ণ আবেদন পদ্ধতি এই পোস্টে আপডেট করা হয়েছে।
Q: How to download ANM GNM Syllabus 2023?
Ans: এই পোস্টে সিলেবাস ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
Q: How to download ANM GNM 2023 Notification?
Ans: এই পোস্টে ANM GNM 2023 Notification ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
Exam Syllabus PDF 2023: Download Now
Apply Now: Click Here
Official Website: Click Here