এক নজরে
আশা কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ 2022: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবলমাত্র মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স সীমা সহ বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল। যেসব জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ওইসব জেলার আবেদন করার লিংক দেওয়া হয়েছে। West Bengal Asha Karmi Recruitment 2022
West Bengal Asha Karmi Recruitment 2022
আশা কর্মী নিয়োগ 2022 (Asha Karmi Recruitment 2022) | |
পদের নাম | আশা কর্মী |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
বয়স সীমা | ৩০- ৪০ |
বেতন | প্রতিমাসে ৫৫০০ টাকা |
মোট শূন্যপদ | ১৩ হাজার |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আশা কর্মী নিয়োগ 2022
West Bengal Asha Karmi Recruitment 2022. Latest Recruitment Notice for WB Asha Karmi. WB Asha Karmi Recruitment 2022. West bengal Asha Karmi 2022 Application form Download. If you are eligible for Asha Karmi Post, then you can apply for Asha Karmi Recruitment 2022.
আশা কর্মী শিক্ষাগত যোগ্যতা 2022
আশা কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত সম্পন্না মহিলারাও আবেদনযোগ্য। তবে নিয়োগের ক্ষেত্রে কেবল মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে।
আশা কর্মী বয়সসীমা 2022
আবেদনকারীদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এবং তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে।
আশা কর্মী অন্যান্য যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদনযোগ্য।
- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী গ্রেড- ওয়ান এবং গ্রেড- টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হয়ে থাকলে অগ্রাধিকার পাবেন।
আশা কর্মীদের বেতন 2022
আগে পশ্চিমবঙ্গের আশা কর্মীদের মাসিক বেতন ছিল ৪,৫০০ টাকা। কিন্তু ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে আশা কর্মীদের বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে আশা কর্মীদের বেতন আগের থেকে ১০০০ টাকা বৃদ্ধি করে ৫,৫০০ টাকা করা হয়েছে। বর্তমানে আশা কর্মীদের প্রতিমাসে বেতন ৫,৫০০/- টাকা।
আশা কর্মীদের কি কাজ করতে হয়?
আশা কর্মীদের মূল কাজ হলো এলাকার স্বাস্থ্য বিষয়ে নজর রাখা। সংশ্লিষ্ট গ্রামের কতজন মহিলা গর্ভবতী, তার সম্পূর্ণ তালিকা তৈরী করা। ওইসব গর্ভবতী মহিলারা পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা তা খোঁজ রাখা। পাশাপাশি গর্ভবতী মহিলারা সময় মতো টিকা পাচ্ছেন কিনা তার খেলায় রাখতে হয় এলাকার আশা কর্মীদের। সদ্যজাত শিশু জন্ম গ্রহণের পর শিশুটি সঠিক সময়ে টিকা বা পোলিও পাচ্ছে কিনা তার খেয়াল রাখতে হয় আশা কর্মীদের।
আশা কর্মী আবেদন পদ্ধতি 2022 (Asha Karmi Application Process)
আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে আবেদনকারীদের নিজ নিজ ব্লক অফিসের ঠিকানা জমা দিতে হবে। আশা কর্মী পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ঠ ব্লক অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে ফর্ম ফিলাপ করতে হবে।
আশা কর্মী ফর্ম ফিলাপ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
- জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
- স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড।
- জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- আবেদনকারীর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হলে তার প্রমানপত্র।
- আবেদনকারীর দু’কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২২- ক্লিক করুন
আশা কর্মী আবেদনপত্র ডাউনলোড (Asha Karmi Application form download)
আশা কর্মী ২০২২ নিয়োগের সমস্ত জেলার আবেদন করার লিংক নীচে দেওয়া হয়েছে। প্রতিটি জেলার নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আশা কর্মী পদে আবেদনের আবেদনপত্র ডাউনলোড করার লিংক আপডেট করা হবে। নীচের লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করুন।
Asha Karmi Form Download 2022 | |
District | Apply Link |
Alipurduar | Coming soon |
Bankura | Coming soon |
Birbhum | Coming soon |
Cooch Behar | Apply Now |
Dakshin Dinajpur | Apply Now |
Darjeeling | Apply Now |
Hooghly | Apply Now |
Howrah | Apply Now |
Jalpaiguri | Coming soon |
Jhargram | Apply Now |
Kalimpong | Apply Now |
Kolkata | Coming soon |
Malda | Apply Now |
Murshidabad | Apply Now |
Nadia | Coming soon |
North 24 Parganas | Coming soon |
Paschim Medinipur | Apply Now |
Paschim Bardhaman | Apply Now |
Purba Bardhaman | Apply Now |
Purba Medinipur | Apply Now |
Purulia | Apply Now |
South 24 Parganas | Coming soon |
Uttar Dinajpur | Apply Now |