পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! রাজ্যের একটি ব্যাংকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা জোনে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুরাল সেলফ এম্প্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (RSETI) -এ এইসব কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। West Bengal Bank of India Recruitment 2021.
Bank of India Recruitment 2021 (West Bengal)
Post Details
West Bengal Bank of India Recruitment Vacancy. Bank of India (WB) -র কলকাতা জোনে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল,
- Faculty: (Vacancy- 01)
- Office Assistant: (Vacancy- 02)
- Attended: (Vacancy- 01)
- Watchman: (Vacancy- 01)
Salary
West Bengal Bnak of India RSETI Salary per month. Bank of India (West Bengal) Faculty, Office Assistant, Attendant, Watchman Salary.
- Faculty Salary Rs. 20000/-
- Office Assistant Salary- Rs. 15000/-
- Attended Salary- Rs. 8000/-
- Watchman Salary- 5000/-
Qualification
West Bengal Bank of India (WB BOI) পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক/ গ্রাজুয়েশন/ অষ্টম শ্রেণী পাশ। WB BOI Qualification 2021.
Faculty Qualification
যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ। ভোকেশনালে যেকোন কোর্স পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে MS Office (Word, Excel, Power Point) জানা থাকতে হবে। ইংরেজি ভাষায় কথা বলতে জানতে হবে। হিন্দি অথবা ইংরেজি টাইপ করতে জানলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
Office Assistant Qualification
Bank of India -র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে, যেকোন শাখায় গ্র্যজুয়েশন পাশ। একাউন্টিং -এর কাজ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার। স্থানীয় ভাষা পরিষ্কারভাবে বলতে জানতে হবে। ইংরেজি/ হিন্দি ভাষা বলতে জানলে অগ্রাধিকার। কম্পিউটারে MS Office (Word & Excel), Tally Software -এর কাজ জানা থাকতে হবে। কম্পিউটারে টাইপ করতে জানতে হবে।
Attended Qualification
West Bengal Bank of India Attended Qualification. এটেনডেন্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। স্থানীয় ভাষা পড়তে এবং লিখতে জানতে হব।
Watchman Qualification
Bank of India (West Bengal) Watchman Qualification. ওয়াচম্যান পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। Agriculture/ gardening/ horticulture বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
Age Limit
West Bengal Bank of India Faculty, Office Assistant, Attendant & Watchman Age Limit (As on 01.01.2021).
- Faculty- minimum 25 to Maximum 65 years.
- Office Assistant- minimum 18 to Maximum 45 years.
- Attended- minimum 18 to Maximum 65 years.
- Watchman- minimum 18 to Maximum 65 years.
উপরোক্ত পদগুলিতে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। প্রাথমিকভাবে দু’বছরের চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তীকালে কার্যকালের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা জোনের Rural Self Employment Training Institutes (RSETI) -এ। এটি বারাসাতে অবস্থিত। আবেদনকারী সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হলে অগ্রাধিকার পাবেন।
Selection Process
Now we will share West Bengal Bank of India (WB BOI) Selection Process.
Faculty Selection Process
- Written Test
- Interview
- Presentation
Office Assistant Selection Process
- Written Test
- Interview
- Presentation
Attended Selection Process
- Only Interview
Watchman Selection Process
- Only Interview
Application Process
West Bengal BOI Application Process. আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র, সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র যে খামের মধ্যে ভরে পাঠাবেন, ওই খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF……….(Faculty/ Office Assistan/ Attendent/ Watchman)”.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
“The zonal manager, Bank of India, Kolkata zonal office, agriculture finance and financial inclusion department, 6th floor, 5, B.T.M Sarani, Kolkata- 700001”.
Last Date
West Bengal Bank of India Application Last date is 22.03.2021. আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 22 মার্চ, 2021 বিকেল 4 টা।