স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পরে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য শুরু করতে চলেছে ভবিষ্যত ক্রেডিট কার্ড। পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর থেকেই একের পর এক বহু প্রকল্প নিয়ে এসেছেন। রাজ্যবাসীর কল্যাণার্থে শুরু হওয়া এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে দেশের ছাত্র- ছাত্রী থেকে শুরু করে কৃষক কিংবা মহিলা সকলেই উপকৃত হয়েছেন। তবে এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করা হলো।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ২০২৫
তাহলে কি এই ক্রেডিট কার্ড থাকলেই গোটা ভবিষ্যতের জন্য আর চিন্তা ভাবনা করতে হবে না বেকার যুবক যুবতীদের? আসলে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের চাকরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য অথবা নিজেদের ব্যবসা শুরুর জন্য ঋণ প্রদান করবে রাজ্য সরকার। বর্তমান বেকারত্ব বৃদ্ধির সময়ে এটি অত্যন্ত ফলপ্রদায়ী হবে রাজ্যের যুবক- যুবতীদের জন্য।
কোন খাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে?
যেহেতু রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে, সেই কারণে বেকার যুবক যুবতীরা নিজেদের যেকোন রকমের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন। মূলত ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং বা বিজনেস, ফার্ম ইত্যাদি বিষয়ে নতুন প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে সাহায্য করবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড।
আরও পড়ুনঃ ক্লাস ৯ থেকে ১২ -এর মেয়ের পাবে ২০ হাজার টাকা স্কলারশিপ। আবেদন শুরু হয়ে গেছে
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদনের যোগ্যতা:
১) পশ্চিমবঙ্গের এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম ১০ বছর পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বসবাস করতে হবে।
২) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
৩) এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আবেদন জানাতে পারবেন না।
৪) ব্যাংক থেকে পূর্ববর্তী ঋণ গ্রহণ করে রয়েছেন এবং শোধ দিতে পারেন নি, এমন ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন না।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা:
১) পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে বেকার যুবক-যুবতীরা নিজেদের কাজ শুরু করার ক্ষেত্রে ঋণ পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে।
২) নতুন ব্যবসা বা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।
৩) ব্যবসা শুরু করতে যত মূলধনের প্রয়োজন হবে তার ১০ শতাংশ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
আবেদন পদ্ধতি:
এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন যুবক-যুবতীরা। আবেদনের জন্য WBBCCS এর https://bccs.wb.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপলোড করে আবেদনটি জানাতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদনটি অ্যাপ্রুভ করা হলে যোগ্য প্রার্থীরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পেয়ে যাবেন।