সামনেই মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষাকে নির্বিঘ্নে সংঘটিত করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মোট ১১ দফা গাইডলাইন জারি করেছে। এই গাইডলাইন শিক্ষক- শিক্ষিকাদের কঠোরভাবে মানতে হবে। না মানলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে! ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শুধুমাত্র ছাত্র- ছাত্রীদের নয়, শিক্ষক-শিক্ষিকাদেরও মানতে হবে বিভিন্ন বিধি নিষেধ। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হল।
মধ্যশিক্ষা পর্ষদের কোন কোন নির্দেশগুলি মানতে হবে শিক্ষক শিক্ষিকাদের?
১) সকল শিক্ষক শিক্ষিকাকেই মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন নির্দেশ মেনে চলতে হবে এবং পর্ষদের সমস্ত বিধানকে মান্যতা দিতে হবে। এমনটা না হলে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে।
২) প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপস্থিত থাকতে হবে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে।
৩) পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট নজরদারি রাখতে হবে দায়িত্বভারপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকাদের। এক্ষেত্রে কোনরকম ব্যতিক্রম বা অনিতিকর কার্যক্রম নজরে পড়লে নিয়ম অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষিকা।
৪) পরীক্ষার পর উত্তর-পত্র গুলি যথেষ্ট সুরক্ষিতভাবে বেঁধে রাখতে হবে। প্রতিটি ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে মাধ্যমিক পরীক্ষার উপর। তাই এই সমস্ত কাজগুলি যথেষ্ট দায়িত্বের সঙ্গে করতে হবে বলে জানানো হয়েছে।
মাধ্যমিক সাজেশন ২০২৫ পিডিএফ ডাউনলোড
৫) পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বৈঠকে সশরীরে যোগদান করতে হবে দায়িত্বভার প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে।
৬) পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের পাশাপাশি বিদ্যালয়ে থাকা শৌচালয় গুলিতেও কড়া নজরদারি করতে হবে।
৭) মাধ্যমিক পরীক্ষার প্রয়োজনে একাধিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ওপর দায়িত্বভার দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। এক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পড়বে না, সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কেও পর্ষদের আদেশ অনুসারে পরীক্ষার বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি ওপরে দেওয়া হয়েছে। এছাড়াও আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, যা বিজ্ঞপ্তি থেকে পড়ে নিতে পারেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাটি সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত আয়োজিত করা হবে। ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে এটি প্রাধান্য পেয়ে থাকে। সেই কারণে এই পরীক্ষায় যাতে কোনরকম সমস্যার সৃষ্টি না হয় সেই দিকে কড়া নজর রাখবে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ ৯- ১২ ক্লাসের মেয়েরা পাবে ২০ হাজার টাকা, আবেদন করতে হবে এই স্কলারশিপে