পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এবারে মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও নতুন বছরের ছুটির তালিকা প্রকাশিত করে দেওয়া হল। বিদ্যালয় এর উঁচু ক্লাস গুলির ছুটির তালিকা ও চলে এলো সকলের সামনে। ছাত্র-ছাত্রীদের জন্য এই বিজ্ঞপ্তি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা WBBSE র নিবেদিতা ভবন থেকে অফিসিয়াল ভাবে ছুটির তালিকা প্রকাশিত হল, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আগামী বছরে মোট ছুটির দিন রয়েছে ৬৫টি। এছাড়াও রাজ্যের বিশেষ জেলার জন্য বেশ কিছু আলাদা আলাদা ছুটি ধার্য করা হয়েছে। পাশাপাশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ে পালিত বিশেষ কিছু দিন এবং সম্প্রদায় গত কিছু ছুটির দিনও ঘোষণা করা হয়েছে।
মোট তিনটি পর্বে ঘোষিত এই ছুটির তালিকা নিয়ে রইলো বিস্তারিত
ছুটির প্রথম পর্ব : ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত
নতুন বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই চার মাসে মোট ছুটি রয়েছে ১৪ টি। যার মধ্যে থাকছে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দ জয়ন্তী, নেতাজি সুভাষ জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস, সরস্বতী পূজা এবং তার পরের দিন, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস, সবে-ই-বরাত, শিবরাত্রি, দোলযাত্রা, হোলি এবং তার পরের দিন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস (মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি), ঈদ-উল-ফিতর ও তার পরের দিন, রাম নবমীজ মহাবীর জয়ন্তী, ডঃ বিআর, আম্বেদকরের জন্মদিবস, বাংলা নববর্ষ এবং গুড ফ্রাইডে।
ছুটির দ্বিতীয় পর্ব : ২০২৫ সালের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত
মাধ্যমিক বিদ্যালয় গুলিতে ছাত্রছাত্রীদের বছরের এই সময়ে গ্রীষ্মাবকাশ হিসাবে বড় ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এই বছরও তার অন্যথা হয়নি। দ্বিতীয় পর্বের ছুটির তালিকার মধ্যে মোট ১১ দিনের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এত কম সময় গ্রীষ্মকালীন ছুটি প্রদান করার বিষয়ে শিক্ষক সংস্থাগুলি বিরূপ মত প্রকাশ করেছে। দ্বিতীয় পর্বের ছুটির মধ্যে মে দিবস, রবীন্দ্র জয়ন্তী, গ্রীষ্মাবকাশ, বুদ্ধ পূর্ণিমা, ঈদ-উদ-জ্জোহার আগের দিন, ঈদ-উদ-জ্জোহা (বকরি ঈদ), রথযাত্রা, মহরম, রাখী বন্ধন, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী মিলিয়ে মোট ১৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন
ছুটির তৃতীয় পর্ব : ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত
বছরের আরও একটি দীর্ঘ ছুটি অর্থাৎ পশ্চিমবঙ্গের দুর্গা পূজার ছুটি দেওয়া হয়ে থাকে এই সময়ে। ২০২৫ সালের তৃতীয় পর্বের ছুটির মধ্যে রয়েছে ফতেয়া-দোয়াজ-দাহা, মহালয়া, পূজাবকাশ, গান্ধী জয়ন্তী, ছট পূজা, গুরু নানকের জন্মদিবস ও পার্শ্বনাথের রথযাত্রা, বিরসা মুন্ডার জন্মদিবস, বড়দিন এবং প্রধান শিক্ষকের বিবেচনাধীন ছুটি। সব মিলিয়ে এই সময় মোট ৩৩ টি ছুটি পাবে ছাত্র-ছাত্রীরা।
WBBSE তারা প্রকাশিত এই ছুটির তালিকার বিজ্ঞপ্তি অনুসারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আঞ্চলিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিদ্যালয় গুলিতে ছুটি ঘোষণা করা যেতে পারে। তবে এক্ষেত্রে মোট ছুটির পরিমাণ কোনভাবেই ৬৫ দিনের বেশি হওয়া চলবে না।