অন্যান্য খবর

রাজ্যের স্কুলগুলিতে দ্রুত হবে শিক্ষক নিয়োগ, স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রাজ্যে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগে এবার তৎপর হচ্ছে সরকার। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে জটিলতা চলছেই। একদিকে নিয়োগ দুর্নীতির তদন্ত তো একদিকে আদালতে চলা মামলা। বারংবার নানা কারণে শিক্ষক নিয়োগ থমকে যাচ্ছে রাজ্যে। এর আগে নিয়োগ দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তারপরেও কোনোও ফয়সালা না হওয়ায় হতাশ হন চাকরিপ্রার্থীরা। তবে আবারও রাজ্যের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্রাত্যবাবু জানিয়েছেন, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত করা হবে।

রাজ্যে কয়েক হাজার শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের কথা রয়েছে। এর আগেই কথা উঠেছিল প্রধান শিক্ষকের নিয়োগ বিধি রাজ্য মন্ত্রীসভায় পেশ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। এই পরিস্থিতিতে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগের বিধি মোটামুটি প্রস্তুত তা মন্ত্রীসভায় পেশ করলেই হয়। আর মন্ত্রী সভার অনুমোদন মিললে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত করা সম্ভব। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি ওয়েবসাইট উদ্বোধনে পর্ষদের দফতরে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেখানেই তিনি আশ্বাস দিলেন, প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত করা হবে। এই সূত্র ধরে শিক্ষামন্ত্রী বলেন, চাকরিপ্রার্থীরা অনেকদিন ধৈর্য্য ধরেছেন। তাছাড়া, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তিত বলেও উল্লেখ করেছেন তিনি। শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্য সরকার চাকরি দিতে চায়। নিয়োগের আইনি জটিলতা ছাড়ার মুখে। তাই শীঘ্রই এ বিষয়ে অগ্রসর হতে চলেছে সরকার।

আরও পড়ুনঃ শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা

সূত্রের খবর, অতি শীঘ্রই মন্ত্রীসভায় পেশ হতে পারে প্রধান শিক্ষক নিয়োগের বিধি। তারপরেই নিয়োগে জোরদার ব্যবস্থা নেওয়া হবে। এই বিধি পাশ হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিভিন্ন ধাপ অতিক্রম করে নিয়োগ পাবেন প্রার্থীরা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেও কবে এই বিল পাশ হবে তা নিয়ে এখনও ধন্দ কাটছে না। আশা করা যাচ্ছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ দ্রুত হবে। পুজোর প্রাক্কালে খুশির খবর পেতে পারেন প্রার্থীরা।

রাজ্যের স্কুলগুলিতে দ্রুত হবে শিক্ষক নিয়োগ

Related Articles