অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হল। এই পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য সরাসরি আবেদন করতে পারবে। রাজ্য সরকারের চালু করা এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন করা যাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং কলেজে ভর্তি হওয়ার অপেক্ষা করছে তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে সরাসরি WBCAP পোর্টালের লিঙ্ক আপলোড করা হল।
Centralised Admission Portal 2024
রাজ্যের শিক্ষা মন্ত্রী বিগত কয়েক মাস আগেই জানিয়েছিলেন বর্তমান বছরে কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল চালু করার কথা। অবশেষে সেই পোর্টাল চালু হল। রাজ্য সরকারের চালু করা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্তের ছাত্র-ছাত্রীরা রাজ্যের মোট ১৬ টি বিশ্ববিদ্যালয়ের ৪৬১ টি কলেজের ৭২১৭ টি কোর্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবে। এরজন্য ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট কলেজগুলিতে ভিজিট করার প্রয়োজন পড়বে না। বাড়িতে বসে নিজের মোবাইল অথবা কম্পিউটারে এছাড়া সংশ্লিষ্ট এলাকার যে কোন সাইবার ক্যাফে অথবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই পোর্টালে কলেজে ভর্তির আবেদন করা যাবে।
চাকরির খবরঃ ব্যাঙ্ক অফ বারোদাতে মোটা বেতনের চাকরির সুযোগ
এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনও অতিরিক্ত টাকা লাগবে না। প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা হেলথ ডেস্ক খোলা হবে। ছাত্রছাত্রীরা সেই হেল্প ডেস্কের মাধ্যমেও কলেজে ভর্তির জন্য আবেদন জানাতে পারবে। এই পোর্টালের মাধ্যমে যে কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীরা আবেদন করবে সেই কলেজে উক্ত বিষয়ের মোট আসন সংখ্যা সহ সমস্ত তথ্য ছাত্র-ছাত্রীরা দেখতে পাবে। প্রাথমিকভাবে ২৪ জুন, ২০২৪ তারিখ থেকে এই পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। এই ভর্তি প্রক্রিয়ার শেষ তারিখ হল ৭ জুলাই, ২০২৪। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং সহ ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট দেওয়া হবে।
➡️ WBCAP Portal: Click Here