শিক্ষার খবর

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে বিরাট বদল! বিশেষজ্ঞদের পরামর্শ চাইছে সিলেবাস কমিটি

পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়গুলিতে সমস্ত ক্লাসের সিলেবাস পরিবর্তনের বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

বিগত ১০ বছর ধরে বর্তমান সিলেবাস অনুযায়ী পঠন-পাঠন চলছে রাজ্যের মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে। শেষবার রাজ্যের স্কুলগুলিতে সিলেবাস পরিবর্তন করা হয়েছিল ২০১২ সাল নাগাদ। বেশ কয়েকদিন আগেই জাতীয় শিক্ষানীতির অনুকরণে রাজ্যের উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্তনের কথা জানা গিয়েছিল। গত ডিসেম্বর মাস নাগাদ এই সংক্রান্ত চর্চা ছিল চরমে। এবার মাধ্যমিক স্তরের পড়ুয়াদের সিলেবাস পরিবর্তন নিয়ে শুরু হয়েছে চর্চা।

তবে এবার রাজ্যের বিদ্যালয়গুলির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সিলেবাসে বদল আনার কথা শোনা যাচ্ছে। বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যে সিলেবাসে বদল আনার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর। আগামী জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির কাজ সম্পূর্ণ করার কথা ভাবছে রাজ্য সরকার। বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতের উপর ভিত্তি করে এই সিলেবাসে বদল করা হবে বলেই জানা গেছে। আরও জানা গেছে জাতীয় শিক্ষানীতির অনুকরণে প্রয়োজনীয় বিষয়গুলি সিলেবাসভুক্ত করার বিষয়টি চর্চায় আছে বহুদিন।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে বিরাট বদল

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক নয় এবার মাধ্যমিক পাশ করলেই মোবাইল

সিলেবাস বদলের ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। সিলেবাস -এর কোন অংশে পরিবর্তনের প্রয়োজন সেই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করতে আমরা আহ্বান জানিয়েছি।” তবে ঠিক কোন কোন বিষয়ে বদলে যাচ্ছে সিলেবাস সে বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য এখনো পরিষ্কার করা হয়নি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সম্প্রতি ৪৭ টি বিষয়ে সিলেবাস পরিবর্তনের জন্য রাজ্যকে প্রস্তাব পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে বিরাট বদল

Related Articles