চাকরির খবর

রাজ্যে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

ফের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একগুচ্ছ শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে ২৫০০ পদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। এছাড়া দমকল বিভাগ, লোয়ার ডিভিশন ক্লার্ক-সহ বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে মোট ৮৫১২ টি শূন্যপদ পূরণের ঘোষণা হয়েছে। এরইমধ্যে ফের সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি রাজ্যের চাকরিপ্রার্থীরা।

খেলাধূলার প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ বাড়াতে কৃতী ক্রীড়াবিদদের সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করছে রাজ্য সরকার। সেই ধারা বজায় রইল এবারেও। এদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫৮ জন নবীন ক্রীড়াবিদকে বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত করল রাজ্য সরকার। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি এই ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এবার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙ্গামাটি ক্রীড়া উৎসব মিলিয়ে আরও ৫৮ জন বিজয়ী ও রানার্স আপ স্থানাধিকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার হিসেবে অনুমোদন দিয়েছে রাজ্য। এরপর মুখ্যমন্ত্রী লিখেছেন, এইভাবে সফল তরুণ ক্রীড়াবিদদের মধ্যে থেকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের সংখ্যা পৌছলো ৪৪৩২-এ।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, “তরুণ প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ও তাঁদের ভবিষ্যত অগ্রগতিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ শুরু

প্রসঙ্গত, তরুণ প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দিতে ইতিমধ্যে জঙ্গলমহল কাপ, সুন্দরবন কাপ, জলতরঙ্গ ক্রীড়া উৎসব, রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার। আর খেলাধুলায় ভালো যুবকদের সরকারি চাকরি দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। নবীন প্রজন্মের ভবিষ্যত গঠনে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

রাজ্যে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

Related Articles