পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের পুলিশ বিভাগে প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ঘোষণা অনেক আগেই করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু এবার রাজ্য মন্ত্রিসভা থেকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হলো। মন্ত্রিসভায় অনুমোদনের কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
রাজ্যে ২০০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা পুলিশ কনস্টবল নিয়োগের অনুমোদন দিয়েছেন। মহিলা কনস্টেবল পদে ২০০০ -এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগেও ৬০০ জনকে নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত ২ হাজার শূন্যপদে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে। গোয়েন্দা বিভাগের ৬০০ শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা সুযোগ পাবেন। এবং রাজ্যের স্পেশাল হোমগার্ড পদে ১০৫ জন নিয়োগে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
প্রসঙ্গত, গত ২২ মে গোটা রাজ্য জুড়ে কনস্টেবল মেন পরীক্ষা সংগঠিত হয়েছে। পরীক্ষার্থীদের মতে, প্রশ্নের মান মাঝারি প্রকৃতির হয়েছে। বিগত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতেই নতুন নিয়োগের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃতীয় বারের জন্য বিধানসভা নির্বাচনে জয় লাভ করে মমতা সরকারের প্রধান লক্ষ্য ছিল রাজ্যে নতুন চাকরির ব্যবস্থা করা। এই উদ্দেশ্যে ‘ল এন্ড অর্ডার’ বিভাগে অর্থাৎ পুলিশ ও গোয়েন্দা বিভাগে প্রচুর নিয়োগ করতে চলছে ।
Read More:
WBP Constable Syllabus Download
WBP Constable Question Paper 2022
পূর্বেই পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা কনস্টেবল পদে মোট ২০২০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিন মন্ত্রীসভার বৈঠকে, সেই প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় সবুজ সংকেত পেয়ে গিয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তির অপেক্ষা মাত্র। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সর্বপ্রথম জানতে পাবেন ExamBangla.com -এর পাতায়। জানিয়ে রাখা ভালো, কনস্টেবল পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগে অন্তত মাধ্যমিক পাশ। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা। তার পরবর্তী ধাপে থাকে শারীরিক সক্ষমতার পরীক্ষা। তারপরে থাকে মেন পরীক্ষা। তারপর এবং শেষ ধাপে থাকে ইন্টারভিউ। এই নিয়োগ সংক্রান্ত যেকোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সবার প্রথমে প্রকাশিত হবে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে