স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.- DH&FW/COB/83
পদের নাম- Community Health Assistant
মোট শূন্যপদ- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীকে ANM কোর্স করে থাকতে হবে। সেইসঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার বিশেষ দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ১৩,০০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্টিল কারখানায় কর্মী নিয়োগ
[quads id=10]
পদের নাম- Staff Nurse
মোট শূন্যপদ- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীকে GNM কোর্স করে থাকতে হবে।
সেইসঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার বিশেষ দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ২৫,০০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদনকারীকে মূলত অনলাইনের মাধ্যমে নিজের আবেদন জমা করতে হবে। সেক্ষেত্রে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদনপত্রে যাবতীয় তথ্য পূরণ করে জমা করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রের প্রিন্ট আউট কপি দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরকৃত শ্রেণির প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। নির্দিষ্ট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই আবেদন ফি জমা করা যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar
চাকরির খবরঃ জানুয়ারি মাসে যেসব চাকরির আবেদন চলছে
[quads id=10]
আবেদনের শেষ তারিখ- ১৬ জানুয়ারি, ২০২৪।
Official Notification: Download Now
Official Website: Apply Now








