পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর প্রকাশিত হয়েছে। এই পদে নিযুক্ত কর্মীদের জন্য যথেষ্ট ভালো মানের বেতনের পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত কো-অপারেটিভ ব্যাংকগুলি। সংস্থার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই এই বিষয়ে আবেদন গ্রহণ বন্ধ হয়ে যেতে চলেছে। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা, যারা ব্যাংক এ কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের প্রতিবেদনে রইল এই সুখবর।
গ্রামীণ সমবায় ব্যাংকে ক্লার্ক নিয়োগ
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে বেকারত্বের সমস্যা নিয়ে চিন্তায় রয়েছেন বহু যুবক যুবতী। তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের শুরু থেকেই একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকে অফিসার পদে নিয়োগের জন্য এক দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের যেসব ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো-
- ঝাড়গ্রাম কো-অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক লিমিটেড
- বিধাননগর (সল্ট লেক) পাইকারি ভোক্তা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড
- উত্তর ২৪-পরগনা সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক লিমিটেড
- বালিতিকুড়ি কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড
- জলপাইগুড়ি পাইকারি গ্রাহকদের সমবায় সমিতি লিমিটেড
- জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড
- মালদা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড
- সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে মোটা বেতনের চাকরি, কোন যোগ্যতায় আবেদন?
www.webcsc.org -এই ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হচ্ছে। যেখানে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্রাজুয়েশন করে থাকলেই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি আবেদনের জন্য যোগ্য কর্মীদের BCA বা MCA ডিগ্রী থাকলেও আবেদন জানাতে পারবেন। এখানে সংস্থার পক্ষ থেকে শুধুমাত্র ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যবর্তী চাকরি প্রার্থীদের আবেদন জানানোর কথা উল্লেখ করা হয়েছে। অপরদিকে সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের চাকরি প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদনের জন্য যোগ্য।
প্রতিদিন সরকারি চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে আবেদন পত্রটি আবশ্যিকভাবে ০৬/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে। এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য। আবেদনের পর পশ্চিমবঙ্গ রাজ্যের সমবায় ব্যাংকের পক্ষ থেকে অনলাইন মাধ্যমে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্ন পিডিএফ ডাউনলোড
পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংকে এ সমস্ত চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তারা সেই ব্যাংকের বেতনক্রম অনুসারে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মীরা অন্ততপক্ষে ২০,০৩৭/- টাকা থেকে সর্বোচ্চ ৭১,৫৭৮/- টাকার মধ্যে বেতন পাবেন। তবে কোন ব্যাংকের পক্ষ থেকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে নেবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.