পশ্চিমবঙ্গের গ্রামীণ, সমবায় এবং কৃষি ব্যাংক গুলিতে উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে West Bengal Co-operative Service Commission. কয়েকদিন আগে আমরা West Bengal Co-operative Service Commission -এর একটি নিয়োগের কথা জানিয়ে ছিলাম। যেখানে আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা ছিল মাধ্যমিক পাশ। তবে আজকের পোস্টে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। যার বিজ্ঞপ্তি নং 01/2021. West Bengal Co-operative Service Commission Recruitment 2021.
উচ্চমাধ্যমিক পাশে সমবায় ব্যাংকে চাকরি
Post Details
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Ltd.(Tantuja).
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (SC- 01)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক পাশ (অনার্স), কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট দপ্তরে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 45 হাজার 188 টাকা।
আরও পড়ুন: ৩৩ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ
ব্যাংকের নাম- Malda Co-operative Agriculture and Rural Development Bank Ltd.
পদের নাম- অফিসার স্কেল- IIA (UR- 03)
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 65 শতাংশ নম্বর সহ যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ। অথবা অন্তত 60 শতাংশ নম্বর সহ যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, কম্পিউটার জানতে হবে, চার্টার্ড একাউন্টেন্ট বা কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং বা B.E/ B.Tech পাশ করতে হবে।
বেতন- প্রতি মাসে 43 হাজার 438 টাকা।
ব্যাংকের নাম- Dhakuria Co-operative Bank Ltd.
পদের নাম- ম্যানেজার (SC- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Com with CAIIB বা CA (Inter) বা MBA (Finance) বা CS, BCK, সঙ্গে কো-অপারেটিভ ব্যাংকে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে 43 হাজার 236 টাকা।
আরও পড়ুন: রাজ্যে ৬৫২ শূন্যপদে NVF কর্মী নিয়োগ
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Ltd. (Tantuja)
পদের নাম- একাউন্টস অফিসার (UR- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Com (H), কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স পাশ করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 48 হাজার 212 টাকা।
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Ltd. (Tantuja)
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (UR- 01, ST- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Com (H), কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স পাশ করতে হবে। দুই বছর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে 45 হাজার 188 টাকা।
ব্যাংকের নাম- Dakshin Dinajpur D.C.C.B LTD.
পদের নাম- চিফ অ্যাকাউন্টেন্ট (UR- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Com Pass, সঙ্গে C.A/I.C.W.A/ C.S/ M.B.A (Finance) কোর্স পাশ করতে হবে।
বেতন- প্রতি মাসে 58 হাজার 626 টাকা।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরি
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Ltd. (Tantuja)
পদের নাম- সিনিয়র একাউন্টস অফিসার (UR- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Com (H), কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখায় কাজ করার অভিজ্ঞতা, তিন বছর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 61 হাজার 92 টাকা।
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Ltd. (Tantuja)
পদের নাম- ম্যানেজার সিভিল (UR- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Tech (Civil), কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখায় কাজ করার অভিজ্ঞতা, সিভিল অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন বছর কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে 48 হাজার 212 টাকা।
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Ltd. (Tantuja)
পদের নাম- ইন্টার্নাল অডিটর (UR- 02, OBC(B)- 01)
শিক্ষাগত যোগ্যতা- কমার্স বিভাগে গ্রাজুয়েট, দুই বছর অডিট ফার্মে কাজ করার অভিজ্ঞতা, কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখায় কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে 36 হাজার 452 টাকা।
ব্যাংকের নাম- Dakshin Dinajpur D.C.C.B LTD.
পদের নাম- ডেপুটি জেনারেল ম্যানেজার (UR- 01)
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 55 শতাংশ নম্বর সহ যেকোনো বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ, সঙ্গে যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, মাস্টার ডিগ্রী (ফার্স্ট ক্লাস)
বেতন- প্রতি মাসে 78 হাজার 590 টাকা।
আরও পড়ুন: রাজ্যে ১২৫১ শূন্যপদে পুলিশ অপারেটর নিয়োগ
ব্যাংকের নাম- The West Bengal Handicrafts Co-operative Society Ltd. (Bangasree)
পদের নাম- এম্পরিয়াম ম্যানেজার বা BPO (পুরুষ) (UR- 04, SC-02, ST- 01, OBC A- 01, OBC B- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.Com Pass, কম্পিউটারে ডিপ্লোমা, সঙ্গে Tally Software -এ কাজ করার দক্ষতা থাকতে হবে, সেলস এন্ড মার্কেটিং বিভাগে এক বছর কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে 30 হাজার 820 টাকা।
ব্যাংকের নাম- Dhakuria Co-operative Bank Ltd.
পদের নাম- সিস্টেম ম্যানেজার অথবা সিস্টেম এনালিস্ট (SC- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.tech in Computer Science/ MCA, BBA ডিগ্রী পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে 39 হাজার 640 টাকা।
ব্যাংকের নাম- Samata Co-operative Development Bank Ltd.
পদের নাম- সিস্টেম এনালিস্ট (UR- 01)
শিক্ষাগত যোগ্যতা- B.-Tech in Computer Science/ M.C.A, M.B.A. Degree পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। Five Years Experience in Networking and DBMS.
বেতন- প্রতি মাসে 34 হাজার 400 টাকা।
বয়স সীমা
উপরোক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে। SC/ ST/ OBC শ্রেণীভূক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়স 5 বছর ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST/ OBC প্রার্থীরা সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে 11/03/2021 তারিখ পর্যন্ত। www.webcsc.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর সিগনেচার বা স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ, মাধ্যমিকের এডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), আধার কার্ড/ রেশন কার্ড/ ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন করার পরীক্ষার ফি এবং প্রসেসিং ফি বাবদ টাকা জমা দিতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ 400/- টাকা, প্রসেসিং ফি বাবদ 250/- টাকা মোট 650/- টাকা জমা দিতে হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি জমা দিতে হবে না, কেবল প্রসেসিং ফি বাবদ 250/- টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে VISA Card, Master Card, Net Banking, Debit Card ইত্যাদির মাধ্যমে।
আপনি যদি এই পদগুলিতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তবে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন। নোটিশটি মনোযোগ সহকারে পড়ুন, তারপরেই আবেদন করুন।
Download Official Notice- Click here