চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্যের কো-অপারেটিভ সার্ভিস কমিশন। বড়দিনের মরশুমে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্ক পদে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন জারি করা হলো। অফিসিয়াল নোটিফিকেশনটি WBCSC এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ক্রম, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন মূল্য ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ে নিতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের কো-অপারেটিভ সার্ভিসের অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, চিফ অ্যাকাউন্টেন্ট, সিস্টেম এক্সপার্ট, ডেয়ারি টেকনোলজিস্ট, ফিশারী এক্সপার্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। এই নিয়োগের শূন্য পদ সম্পর্কে এখনো কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সংস্থার পক্ষ থেকে অতি শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।
কারা এই পদে আবেদন জানাতে পারবেন?
পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিসের বিভিন্ন ক্লারিকাল পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি বাংলা ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ থাকতে হবে প্রতিটি প্রার্থীকেই। ন্যূনতম ১৮ বছর বয়স থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
প্রতিদিন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
প্রতিমাসে কত বেতন পাবেন?
পশ্চিমবঙ্গের ক্লার্ক পদের জন্য নির্ধারিত বেতন সীমা অনুযায়ী চাকরিপ্রার্থীরা মূল বেতন পাবেন এবং তার পাশাপাশি সরকারি চাকরির অন্যান্য ভাতা গুলিও প্রদান করা হবে। কর্মী হিসেবে নিযুক্ত প্রতিটি প্রার্থী সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।
চাকরির খবরঃ বিভিন্ন যোগ্যতায় নাবার্ডে চাকরির সুযোগ
আবেদন কীভাবে করবেন?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.webcsc.org -এ আবেদন জানাতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। তবে এখনো পর্যন্ত এই নিয়োগের জন্য অফিসিয়াল বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তারপরেই ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
যোগ্য প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে?
আবেদনের সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত না হলেও শর্ট নোটিফিকেশন প্রকাশিত করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। অর্থাৎ এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিও অতি শীঘ্রই আসতে চলেছে। আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই এখন থেকেই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।
চাকরির খবরঃ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি
পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিসের ক্লার্ক হিসাবে নিযুক্ত হওয়ার জন্য প্রতিটি প্রার্থীকেই প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ MCQ হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
নিয়োগ পরীক্ষার তারিখ, সাক্ষাৎকারের তারিখ এবং অন্যান্য বিস্তারিত বিবরণ সংস্থার পক্ষ থেকে www.webcsc.org এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Official Notification: Download Now