রাজ্যের কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট লিমিটেড, বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেড সংস্থায় বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – 02/2023
পদের নাম – Dairy Technologist
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – B.Tech in Dairy Technology বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Fundamentals এবং Computer Operating সম্বন্ধে চাকরিপ্রার্থীদের সাম্যক ধারণা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ১৮,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
চাকরির খবরঃ কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম – Operator
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – Mechanical Engineering, Refrigeration Engineering, Mechanical Instrument Engineering অথবা Dairy Trade with 2years course করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৮,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
চাকরির খবরঃ নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি – এই পদে চাকরির জন্য চাকরিপ্রার্থীদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। ইমেইল মারফত একটি পিডিএফ ফাইলে আবেদনপত্র ও যোগ্যতার কাগজপত্র একত্রিত করে সংস্থার নির্দিষ্ট ইমেইল এড্রেসে (cscwbbb@gmail.com) পাঠাতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউর স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিজেদের সঙ্গে নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
ইন্টারভিউর স্থান – Office of the West Bengal Co-operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata – 700087
ইন্টারভিউর তারিখ – ২২ জুন ২০২৩ (বৃহস্পতিবার) এবং ২৩ জুন ২০২৩ (শুক্রবার)।
Official Notification: Download Now
Official Website: Click Here