শিক্ষার খবর

কলেজের ফর্ম ফিলাপ কবে থেকে? ঘোষনা করলেন শিক্ষামন্ত্রী

Advertisement

উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের পর রাজ্যে তোড়জোড় শুরু স্নাতক স্তরে ভর্তির। পূর্বের নিয়মেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে এবছর। কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি এবার হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এবারে ছাত্রছাত্রীরা পূর্বের নিয়ম এই ভর্তি হতে পারবেন। ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৮ ই জুলাই ২০২২ তারিখ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। ইউজিসির নির্দেশিকাকে মান্যতা দিয়ে স্নাতক স্তরে ভর্তির সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি। এদিন ২৮ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২৩ জন উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

এদিকে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। শিঘ্রই অন্যান্য বোর্ডের ফলপ্রকাশ হয়ে যাবে। তাই এবারে কেন্দ্রীয় ভাবে ভর্তি সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় পোর্টাল শুরু না হওয়ায়, পূর্বের মতোই চলতি বছরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। চলতি বছরে ভর্তি চলবে ১৮ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া নিয়ে বৈঠক শুরু করতে দেরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। রাজ্যের এতগুলো কলেজকে এক জোট করে তোলা জটিল কাজ, এমনটাই ধারণা অভিজ্ঞ মহলের। তবে শেষমেষ সব জটিলতা কাটিয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগণ।

Related Articles