শিক্ষার খবর

অবশেষে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, কবে থেকে ভর্তি জেনে নিন

Advertisement

উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণার পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। আর এবার শুরু হতে চলেছে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া। জাতীয় শিক্ষা নীতির পথ অনুসরণ করে রাজ্যে লাগু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স। উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ মাফিক আগামী শনিবার তথা ১ জুলাই থেকে শুরু হবে রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া। এর আগে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া নিয়ে সাত দফা অ্যাডভাইসারি জারি করেছিল উচ্চ শিক্ষা দফতর। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত নিয়ম কানুন।

বিগত বছরগুলির মতো এবছরেও অনলাইনে ভর্তি নেওয়া হবে কলেজগুলিতে। ১ জুলাই থেকে শুরু হওয়া ভর্তি প্রক্রিয়া চলবে ১৫ জুলাই পর্যন্ত। এবছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু না হওয়ায় কলেজের ওয়েবসাইট মারফত আবেদন জানাতে হবে শিক্ষার্থীদের। উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে প্রতিটি কলেজের অ্যাপ্লিকশন ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে মেধাতালিকা। সেইমতো অগাস্টের প্রথমেই শুরু হবে স্নাতকের ক্লাস।

আরও পড়ুনঃ চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স নিয়ে তৈরী হল নতুন জটিলতা

উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকার স্পষ্ট জানানো হয়েছে, আবেদনপত্রের জন্য কোনওরূপ অর্থ নিতে পারবে না কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি নিতে হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। যোগ্য পড়ুয়াদের এসএমএস বা ইমেল মারফত যাবতীয় তথ্যাবলী জানিয়ে দিতে হবে। এবছর কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনোরকম অভিযোগ শুনতে নারাজ উচ্চ শিক্ষা দফতর। তাই সমস্ত দিক থেকে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলছে। প্রসঙ্গত, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। ৮ জুলাই নির্বাচন হবে বঙ্গে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পরেই শুরু হতে পারে স্নাতকের ক্লাস।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ

শুরু হচ্ছে রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া

Related Articles