পশ্চিমবঙ্গে চালু হয়েছে চার বছরের স্নাতক কোর্স প্রোগ্রাম। নয়া শিক্ষা নীতির পথ অনুসরণ করে পঠনপাঠন চলছে কলেজগুলিতে। এই নতুন স্নাতক কোর্সে ‘ইন্টার্নশিপ’ বাধ্যতামূলক বলেই জানানো হয়েছিল। প্রাথমিকভাবে এ বিষয়ে পদক্ষেপ না নিলেও এবার নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের ‘সামার ইন্টার্নশিপ’ নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। আর সেই নির্দেশিকা আসার পরই কলেজে কলেজে শুরু হল প্রস্তুতি।
ছাত্রছাত্রীদের ‘সামার ইন্টার্নশিপের’ সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণ আরম্ভ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একাধিক কলেজ। বেশ কিছু কলেজে গঠন করা হচ্ছে বিশেষজ্ঞ কমিটি। যেমন, আশুতোষ কলেজ। এই কমিটি ‘সামার ইন্টার্নশিপ’ এর জন্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় সাধন করবে। ইন্টার্নশিপ প্রোগ্রামকে আরও পাকাপোক্ত করতে কলেজের কেরিয়ার কাউন্সিলিং ফেলছে ঢেলে সাজানো হচ্ছে। এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে নিউ আলিপুর কলেজ কর্তৃপক্ষ। এই সামার ইন্টার্নশিপে কলকাতা বিশ্ববিদ্যালয় রেখেছে মোট তিনটি ক্রেডিট পয়েন্ট। যা কলেজ পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
এই সামার ইন্টার্নশিপের সুবিধা কী? বিশেষজ্ঞদের বক্তব্য, কলেজ স্তর থেকে ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকলে তা ভবিষ্যতে কেরিয়ার গঠনের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে পড়ুয়াদের। পাশাপাশি নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাঁরা। বিভিন্ন বহুজাতিক সংস্থা ইন্টার্নশিপের মাধ্যমে কর্মী নিয়োগ করে। নয়া স্নাতক কোর্সের পড়ুয়ারা কলেজে স্তরেই ইন্টার্নশিপ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন। কলেজগুলির তরফে গঠিত কমিটিগুলি বেশ কিছু সংস্থার সঙ্গে যোগাযোগ করবে যেখানে পড়ুয়ারা ‘সামার ইন্টার্নশিপ’ করতে পারবেন। সবমিলিয়ে নয়া এই সিস্টেম পড়ুয়াদের জন্য প্রচুর সুযোগের দরজা খুলছে বলেই মনে করা হচ্ছে।