চাকরির খবর

কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নন টিচিং স্টাফ নিয়োগ, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি

Advertisement

রাজ্যের কলেজ গুলিতে খুব শীঘ্রই অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। নিয়োগ করা হবে ক্লার্ক, গ্রূপ-ডি সহ বিভিন্ন নন- টিচিং স্টাফ পদে। সবচেয়ে বড় কথা হলো এবার থেকে কলেজের নন- টিচিং স্টাফ নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। এতদিন ধরে অশিক্ষক কর্মী নিয়োগের ব্যাপারটা ছিল নিজস্ব কলেজ গুলোর হাতেই। ১ ফেব্রুয়ারি থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে কলেজ সার্ভিস কমিশনের আইন সংশোধন করে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। সরকার নিয়ন্ত্রিত রাজ্যের কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়ার জন্য ১০ বছর আগে রাজ্য সরকার আইন তৈরি করে যা বাস্তবে কার্যকর হয়নি। ১০ বছর পর অবশেষে এই আইন কার্যকর হতে চলেছে।

এর আগে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে নিজের মতো করে অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হত। ফলে নানান স্বজন পোষণের অভিযোগ উঠে আসতো। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিশনের অধিকারীদের সাথে বৈঠক করেন। তারপর এই আইন কার্যকর করার কথা উচ্চশিক্ষা দপ্তর থেকে জানানো হয়। কেবলমাত্র আইন কার্যকর নয় যত দ্রুত সম্ভব রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতির ব্যবস্থা করার কথাও বলা হয় কলেজ সার্ভিস কমিশনকে।

আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে
রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়োগ
মাধ্যমিক পাশে তসর বন্ধু পদে নিয়োগ

কিভাবে নিয়োগ করা হবে তার বিস্তারিত বলা রয়েছে এই আইনে। ইতিমধ্যেই কলেজ গুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের জন্য ইন্টারভিউ ১৭ জানুয়ারি থেকে শুরু করা হবে বলে কমিশন সূত্রে খবর। সম্ভবত অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের মত করে অশিক্ষককর্মী নিয়োগের ক্ষেত্রেও একইরকম ভাবে নিয়োগের কথা বলা হয়েছে আইনে। যদিও অধ্যাপক নিয়োগের জন্য ইন্টারভিউ রয়েছে সেক্ষেত্রে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরী হবে না বলে জানিয়েছেন কমিশনের আধিকারিকরা।

Related Articles