পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ও সমবায় ব্যাংক গুলিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ-সি কর্মী নিয়োগ। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে West Bengal cooperative Service Commission. ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে 11 মার্চ, 2021 তারিখ পর্যন্ত।
সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ
গোটা পশ্চিমবঙ্গে জুড়ে মোট 7 টি গ্রামীণ ও সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি ব্যাংকে কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম বিস্তারিত আলোচনা করা হলো।
Post Details
ব্যাংকের নাম- The West Bengal Handicrafts Co-operative Society Ltd. (Bangasree)
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (UR- 4, SC- 1, OBC A- 1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল। সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স।
বেতন- প্রতি মাসে 22 হাজার 100 টাকা।
[quads id=10]
ব্যাংকের নাম- Dhakuria Cooperative Bank Ltd.
পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (UR- 1, SC- 1)
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 65 শতাংশ নম্বর সহ যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ। অথবা অন্তত 60 শতাংশ নম্বর সহ যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। উভয় ক্ষেত্রে সঙ্গে কম্পিউটারে কোর্স থাকতে হবে।
বেতন- প্রতিমাসে 20 হাজার 668 টাকা।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ
ব্যাংকের নাম- Purulia Central Co-operative Bank Ltd.
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট গ্রেড- 1 (UR- 3, SC- 1, ST- 1, OBC A- 1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ।
বেতন- প্রতিমাসে 17 হাজার 866 টাকা।
[quads id=10]
ব্যাংকের নাম- The West Bengal Handicrafts Co-operative Society Ltd. (Bangasree)
পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (UR- 2, SC- 1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন বিশ্ববিদ্যালয় থেকে B.Com (রেগুলারে) ডিগ্রী পাশ করতে হবে। Diploma/ certificate course in computer with knowledge in Tally.
বেতন- প্রতি মাসে বেতন 29 হাজার 458 টাকা।
ব্যাংকের নাম- The West Bengal State Handloom Weavers’ Cooperative Society Ltd. (Tantuja)
পদের নাম- অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (UR- 1, OBC A- 1)
শিক্ষাগত যোগ্যতা- কমার্সে গ্র্যাজুয়েট পাশ। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে 25 হাজার 924 টাকা।
ব্যাংকের নাম- North 24- Parganas Cooperative Agriculture and Rural Development Bank Ltd.
পদের নাম- সুপারভাইজার, গ্রুপ-সি (UR- 1, SC- 1, OBC A- 1), [Male Candidates]
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল। Basic computer knowledge.
বেতন- প্রতি মাসে বেতন 12 হাজার 683 টাকা।
[quads id=10]
আরও পড়ুন: জেলায় জেলায় গ্রন্থাগার গুলিতে কর্মী নিয়োগ
ব্যাংকের নাম- Samata Cooperative Development Bank Ltd
পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (UR- 2)
শিক্ষাগত যোগ্যতা- B.Tech / Hons. Graduate in any discipline. Basic computer knowledge. Experience of 3 years in banking service.
বেতন- প্রতিমাসে 30 হাজার 288 টাকা।
Age Limit (As on 01/01/2021)
- UR- 18 to 40
- SC/ ST/ OBC- 18 to 45
Application Process
[quads id=10]
আবেদন করতে হবে অনলাইনে। West Bengal Cooperative Service Commission -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। www.webcsc.org ওয়েবসাইটটি হলো West Bengal Cooperative Service Commission -এর অফিশিয়াল ওয়েবসাইট। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 11 মার্চ, 2021।
Application Fees
- Unreserved/ OBC- Examination fees Rs. 400/- + Processing fess Rs. 250 = Total Rs. 650/-
- SC/ ST- Examination fees Rs. 0 + Processing fess Rs. 250 = Total Rs. 250/-
Selection Process
[quads id=10]
- Stage- I: Online Examination
- Stage- II: Computer Test
- Stage- III: Viva Voce/ Interview
প্রথম ধাপের অনলাইন পরীক্ষা হবে মোট 150 নম্বরের। প্রশ্নপত্র থাকবে MCQ টাইপের। সময়সীমা 2 ঘণ্টা। নেগেটিভ মার্কিং 0.25
Stage- I: Online Examination -এ যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো,
- i) Quantitative aptitude
- ii) Test of reasoning
- iii) General awareness
- iv) English
- v) Bengali
Download Official Notification
[quads id=10]






