ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed)-এর পরীক্ষা সূচি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২১-২৩ শিক্ষাবর্ষের ডি.এল.এড পার্ট ওয়ান পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। কবে কোন পরীক্ষা তা তালিকার মাধ্যমে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি এও বলা হয়েছে, ২০১৯-২১ ও ২০২০-২২ শিক্ষাবর্ষের সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটরাও এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org)-তে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ অগাস্ট ২০২৩ থেকে ডি.এল.এড পার্ট ওয়ান পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষা শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর ২০২৩ নাগাদ। পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত। সূচিতে দেখা যাচ্ছে, ২৮ অগাস্ট সোমবার রয়েছে চাইন্ড স্টাডিজের পরীক্ষা। ২৯ অগাস্ট মঙ্গলবার প্রথম ভাষার (বাংলা, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি) পরীক্ষা। ৩১ অগাস্ট বৃহস্পতিবার রয়েছে দ্বিতীয় ভাষা (ইংরেজি) পরীক্ষা। এরপর আগামী ১ সেপ্টেম্বর পরিবেশ বিজ্ঞান, ২ সেপ্টেম্বর গণিতের পরীক্ষা।
আরও পড়ুনঃ শীঘই প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা
পর্ষদ জানিয়েছে, পরীক্ষার আবেদনপত্র পূরণ সম্বন্ধীয় নোটিশ শীঘ্রই দেওয়া হবে। পরীক্ষার্থীরা অবশ্যই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল ২০২১-২৩ শিক্ষাবর্ষের ডি.এল.এড পার্ট ওয়ানের পরীক্ষা স্থগিত হচ্ছে। পর্ষদের এহেন নোটিশের পর চিন্তায় পড়েন পরীক্ষার্থীরা। পার্ট ওয়ানের পরীক্ষা আদৌ কবে হবে সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আরও কিছু মাস কেটে যাওয়ার পর সম্প্রতি পার্ট ওয়ান পরীক্ষা নিয়ে পর্ষদের নোটিশ দেখার পর কিছুটা স্বস্তিতে ডি.এল.এড পড়ুয়ারা।