বকেয়া ডিএ মেটানো ও ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলন, বিক্ষোভের গন্ডি পেরিয়ে আদালতে বিচারাধীন ডিএ মামলা। হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। গত শুক্রবার শীর্ষ আদালতে ছিল ডিএ মামলার শুনানি। শুক্রে সুখবর শোনার অপেক্ষায় আশায় বুক বেধেছিলেন সরকারি কর্মীরা। কিন্তু আরও একবার আশাহত হতে হয়েছে কর্মীদের। সেদিন মামলা উঠলেও কোনো চূড়ান্ত রায় জানায়নি আদালত। বরং পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি। সুপ্রিম কোর্টের তরফে বক্তব্য, এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন।
মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে সরকার পক্ষের সওয়ালকে দায়ী করা হচ্ছিল। তবে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য কিছুটা খুশির খবর এল শীর্ষ আদালতের তরফে। কর্মীদের হতাশার মধ্যেই সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানির দিনক্ষণ ঘোষণা করলো। সূত্রের খবর, শীর্ষ আদালতের রায়ের কপিতে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে ডিএ কেসের শুনানি হবে। পাশাপাশি এও বলা হয়েছে, এই মামলার বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। তবে, নভেম্বর মাসের কোন দিন মামলাটির শুনানি হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
আরও পড়ুনঃ অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের এজলাসেই কেঁদে ফেললেন পর্ষদ সভাপতি
সুপ্রিম কোর্টের ছুটির তালিকা বলছে, ২৩ থেকে ২৮ অক্টোবর দশেরার ছুটি থাকবে। এরপর ছুটি রয়েছে ১৩ থেকে ১৮ নভেম্বর। তার পরদিন রবিবার। অর্থাৎ আদালত বন্ধ থাকছে সেই দিনও। তাই নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ নাগাদ যদি শুনানি না হয়, তবে তা ২০ নভেম্বরের আগে হচ্ছেনা। তবে, শুনানি যবেই হোক, রায় যে তাদের পক্ষেই আসবে, তা নিয়ে মোটামুটি নিশ্চিত রাজ্য সরকারি কর্মী সংগঠন। কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, মামলা সর্বোচ্চ আদালতে যখন স্থান পেয়েছে, তখন তার নিস্পত্তি হবেই। নভেম্বরে এক বা একাধিক হিয়ারিং হবে। কিন্তু রায় কর্মীদের পক্ষেই আসবে। এই আত্মবিশাস থেকেই আগামী দিনে আন্দোলনের আঁচ জিইয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন