অন্যান্য খবর

বাংলার ডিএ আন্দোলনকারীদের বিরাট সিদ্ধান্ত! এই দুদিন ‘জল বন্ধ’ থাকবে গোটা বাংলায়

Advertisement

বাংলায় ডিএ আন্দোলনের আঁচ ক্রমশই বাড়ছে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলনে সামিল রাজ্যের সরকারি কর্মীরা। বারংবার তাঁদের দাবিদাওয়া সরকারের কাছে তুলে ধরলেও আদতে সমাধান মেলেনি কোনোও। এখনও পর্যন্ত ডিএ (DA) প্রসঙ্গে কোনোও স্পষ্ট উত্তর দেয়নি রাজ্য সরকার। আদালতে চলছে মামলা। পাশাপাশি, চলছে আন্দোলন কর্মসূচি। এমতাবস্থায়, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী দু দিনের ‘জল বন্ধ’ কর্মসূচির ঘোষণা করা হল।

বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে জুলাই মাসের দুই দিন কর্মবিরতির ঘোষণা করল রাজ্য সরকারি কর্মী সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীরা এই কর্মবিরতির ডাক দিলেন। আগামী ৫ জুলাই ও ৬ জুলাই এই কর্ম বিরতির ঘোষণা করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন গড়াই জানিয়েছেন, নির্দিষ্ট দুই দিন ওই সরকারি কর্মীরা পাম্প চালাবেন না ও কোনো কাজ করবেন না। তবে এখনো এই খবরের কোনো প্রতিক্রিয়া আসেনি সরকারের তরফে।

আরও পড়ুনঃ জুলাই মাসেই মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের

ঠিক কোন কোন দাবিকে সামনে রেখে কর্মবিরতি? সংগ্রামী যৌথ মঞ্চ সূত্রে খবর, কারিগরি দফতরের পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী বকেয়া ভাতার দাবিতে এবং তাঁদের নিয়মিতকরণের দাবিতে এই কর্মবিরতির ডাক দিয়েছেন। তবে কর্মীদের এই সিদ্ধান্তে কি আদৌ কোনো উত্তর মিলবে সরকার তরফে? উঠছে প্রশ্ন। অন্যদিকে খবর মিলছে, জুলাইতে সুপ্রিম কোর্টে হতে পারে রাজ্যের ডিএ মামলার শুনানি। সর্বোচ্চ আদালতের নির্দেশের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। কবে সরকার কোনো সিদ্ধান্ত জানাবে? কবেই বা পূর্ণ হবে তাঁদের দাবি? এই সকল প্রশ্নের উত্তরের অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা।

বাংলার ডিএ আন্দোলনকারীদের বিরাট সিদ্ধান্ত

Related Articles