রাজ্যের একটি সরকারি হোস্টেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। চুক্তিভিত্তিকভাবে শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.- 1347/BCW
পদের নাম- Superintendent, Metron
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- সুপারেনটেনডেন্ট পদে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। মেট্রন পদে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন- সুপারিনটেনডেন্ট পদের মাসিক বেতন ১২,০০০/- টাকা। মেট্রন পদের মাসিক বেতন ৮০০০/- টাকা।
বয়সসীমা- উপরিউক্ত দুইটি পদের ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি মুখ বন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি পত্রগুলি একত্রিত করে নির্দিষ্ট দপ্তরের অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা- The Office of the PO-cum-DWO, BCW & TD, Siliguri, Shivmandir, P.O.- Kadamtala, District- Darjeeling, PIN – 734011
আবেদনের শেষ তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here