পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কর্মচারীদের জন্য আসতে চলেছে নতুন ধামাকা! কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অধিক শতাংশের মহার্ঘ ভাতা বা DA দেওয়া হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাতার পরিমান অত্যন্তই নগণ্য। পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্য সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও এই রাজ্যে এখনো পর্যন্ত অত্যন্ত কম হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারের কর্মীরা। এই কারণে ইতিমধ্যেই একাধিক আন্দোলন এবং বিবাদ মিছিল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে।
তবে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর আসতে চলেছে। তাহলে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে কবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই পড়বেন সম্পূর্ণ প্রতিবেদনটি।
পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি সূত্রে খবর অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৫ তারিখের পর থেকেই রাজ্য সরকারের কর্মচারীদের DA বৃদ্ধির গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই বিষয়ে কোনো রকম অফিসিয়াল ঘোষণা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে। বর্তমানে মাত্র ১০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫০ শতাংশেরও বেশি হরে মহার্ঘ ভাতা লাভ করেন।
তাহলে কি এই মূল্য বৃদ্ধির বাজারেও স্বল্প পরিমাণ মহার্ঘ ভাতা জারি থাকবে রাজ্যের কর্মচারীদের জন্য? সরকারকে একবারও কর্মচারীদের দিকটা খতিয়ে দেখবে না? না, আরে আর এমনটা ঘটবে না। রাজ্য সরকারের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ২০২৫ সালে বৃদ্ধি পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মহার্ঘ ভাতা। সূত্রের খবর অনুযায়ী, এই বছরেই আরো ৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালে পুনরায় রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কিনা সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো রকম পূর্বাভাস পাওয়া যায়নি। বর্তমানে প্রতিমাসে ৬০ হাজার টাকা মূল বেতন প্রাপ্ত রাজ্য সরকারের কর্মচারীরা সব ধরনের ভাতা মিলিয়ে মাসিক মোট ৭৩,২০০ টাকা বেতন পেয়ে থাকেন। নতুন বছরে এই বেতনের পরিমাণে পরিবর্তন আসছে কিনা তা স্পষ্ট হবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের পর।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সেরা ১০ টি চাকরির খবর একনজরে দেখে নিন
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ অর্থাৎ আর মাত্র দুদিন পরেই ঘোষিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী অর্থ বর্ষের বাজেট। রাজ্য সরকারের নতুন বাজেট পেশের সময়েই রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে মহার্ঘভাতা বৃদ্ধির সম্ভাবনায় অত্যন্ত খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। এই বিষয়ে পরবর্তী সময়ে কোন ঘোষণা করা হয়, তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমস্ত কর্মী।