শিক্ষার খবর

এই মুহূর্তে শিক্ষা দপ্তরের সবচেয়ে বড় আপডেট! রাজ্যের প্রতিটি স্কুলে লাগু হবে নয়া নিয়ম

রাজ্যের প্রতিটি স্কুলে লাগু হতে চলেছে নতুন নিয়ম। নির্দেশিকা জারি করল শিক্ষাদপ্তর। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বিরাট সিদ্ধান্ত জানাল স্কুল শিক্ষা দফতর। রাজ্য সরকারের নির্দেশে সমস্ত স্কুল পড়ুয়াদের পোশাক এবার একরঙা হচ্ছে। এর আগেই রাজ্য সরকারের তরফে স্কুল ইউনিফর্ম সংক্রান্ত ঘোষণা করা হয়েছিল। তবে এবার কাজে নামল স্কুল শিক্ষা দফতর। রাজ্যের জেলায় জেলায় আরম্ভ হল স্কুল ইউনিফর্ম বিলির কাজ।

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, রাজ্য সরকার পোষিত বিদ্যালয় গুলির ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম হবে নীল-সাদা রঙের। সেই উদ্যোগে এবার বিশেষ তৎপর হয়েছে স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একরঙা ইউনিফর্ম বিলির কাজ। ধাপে ধাপে ব্যবস্থা নিয়ে সমস্ত স্কুলে ইউনিফর্ম বিলি সম্পন্ন করতে উদ্যোগী রাজ্য। অতি দ্রুত যাতে ছেলেমেয়েদের হাতে তাঁদের ইউনিফর্ম পৌছে যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি মালদহের একটি স্কুলে আয়োজিত আনুষ্ঠানে ইউনিফর্ম তুলে দেওয়া হল ছাত্র ছাত্রীদের হাতে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন

প্রসঙ্গত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধুবাদ জানানো হলেও বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি স্কুলগুলি তাঁদের স্বতন্ত্রতা হারাবে। রাজ্যের বহু স্কুল শতবর্ষ পুরনো। তাঁদের নিজস্ব ঐতিহ্য রয়েছে। অনেক সময় ইউনিফর্ম দেখে চেনা হয় কোন ছাত্রছাত্রী কোন স্কুলে পড়েন। তবে সরকারের সিদ্ধান্ত মতো সমস্ত স্কুলের একরঙা পোশাক হলে সেই বৈচিত্র্য হারাবে। তাই রাজ্য সরকারের সিদ্ধান্তে পাল্টা মত প্রকাশ করেছেন অনেকে।

শিক্ষা দপ্তরের সবচেয়ে বড় আপডেট

Related Articles