উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে আসছে বড়সড় রদবদল। সোমবারই এ বিষয়ে জানায় উচ্চশিক্ষা দফতর। পাঁচজনের এই সার্চ কমিটিতে আগে যেখানে থাকতেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সেখানে এবার থেকে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে শুরু হয়েছে শোরগোল।
আগে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে থাকতেন রাজ্য সরকার, রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের তরফে প্রতিনিধি। কিন্তু এবার থেকে পাঁচজনের সার্চ কমিটিতে থাকবেন রাজ্য সরকারের প্রতিনিধি, রাজ্যপালের প্রতিনিধি, ইউজিসি চেয়ারম্যানের প্রতিনিধি, উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধি, ও মুখ্যমন্ত্রীর মনোনীত প্রতিনিধি। নয়া কাঠামো অনুসারে রাজ্য সরকারের তিনজন প্রতিনিধিকে রাখা হবে কমিটিতে। কমিটির চেয়ারম্যান হবেন রাজ্যপালের প্রতিনিধি তারপর থাকবেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। অর্থাৎ এবার থেকে স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুনঃ রাজ্যের প্রায় লক্ষাধিক মহিলার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
এদিকে, উচ্চশিক্ষা দফতর কোনো প্রতিক্রিয়া না জানালেও অধ্যাপকেরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ক্ষুব্ধ অধ্যাপকদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য আছে। সে কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে কমিটি থেকে বাদ দেওয়া মোটেই গ্রহণযোগ্য বিষয় নয়। অন্যদিকে, কমিটি গঠনের পর এক তরফের বক্তব্য, এবার থেকে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত হতে চলেছে।