বিগত কয়েক বছর ধরে রাজ্যে প্রাথমিক থেকে মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অনলাইনে পিএফ (Provident Fund) পরিষেবা চালুর দাবি জানিয়ে আসছেন। কারন এই পরিষেবা চালু হয়ে গেলে তার পরিচালনা করতে অন্যের উপর নির্ভর করতে হবে না। সম্প্রতি বিকাশ ভবন সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষকদের জন্য অনলাইনে পিএফ পরিষেবা নিয়ে অর্থ এবং শিক্ষা দফতরের প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে। সমস্ত কিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা।
নতুন এই অনলাইন পরিষেবায় ‘বাংলার শিক্ষা’ পোর্টালেই নিজস্ব আইডি দিয়ে পিএফ অ্যাকাউন্ট (PF Account) তৈরি হয়ে যাবে। নিজস্ব আইডি, পিন নম্বর ব্যাবহার করে শিক্ষক এবং শিক্ষাকর্মীর সহজেই পিএফ অ্যাকাউন্টের আপডেট জানতে পারবেন। শিক্ষামহলের একাংশ মনে করছে এর ফলে পিএফ অ্যাকাউন্ট থেকে ঋণ নেওয়া, অবসরের সময় টাকা তোলা অনেক বেশী ঝঞ্ঝাটমুক্ত হবে।
আরও পড়ুনঃ
রাজ্যের স্কুলে বাতিল হলো শনিবারের হাফ ছুটি
কম খরচে অ্যানিমেশন ও পাইথন কোর্স
শিক্ষক সংগঠনগুলির একাংশের মতে, যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য স্কুলে বদলি হচ্ছেন তাঁরা অনেক বেশী উপকৃত হবেন। অনলাইনে এই পরিষেবা চালু হলে ‘প্রোফাইল ট্রান্সফারের’ সঙ্গেই পিএফ অ্যাকাউন্টও ‘ট্রান্সফার’ হয়ে যাবে, ফলে পিএফ সংক্রান্ত জটিলতা অনেক কমবে। এবিষয়ে প্রাথমিক শিক্ষা ডিরেক্টরেট একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শিক্ষকদের আইডি আপডেটের পূর্বে নতুন স্কুল ইন্সপেক্টরদের অবশ্যই নিজেদের আইডি আপডেট করে নিতে হবে। আগামী দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে স্কুলগুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পরিষেবা অনলাইনে চালু হলে শিক্ষকদের সমস্যা এক ধাক্কায় অনেকটাই মিটে যাবে বলে দাবি করেছেন শিক্ষক সংগঠনগুলির একাংশ।