শিক্ষার খবর

চার বছরের স্নাতক কোর্সে এবার ‘এক্সিট’ অপশন রাখল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি

Advertisement

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ অনুসারে চার বছরের স্নাতক কোর্স চালুর প্রস্তাব দেওয়া হয়। দীর্ঘ টালবাহানার পর রাজ্যের তরফে জানানো হয়েছে, অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিতে এ রাজ্যেও চালু করা হবে ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট সিস্টেম। এই স্নাতক কোর্সের একটি সুবিধা হল ‘মাল্টিপল এন্ট্রি-এক্সিট’। তবে রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের জানায়, চার বছরের স্নাতক কোর্স চালু হলেও পরিকাঠামোগত কারণে ‘এক্সিট’ অপশনটি আপাতত রাখা হচ্ছেনা।

তবে সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের বেশ কিছু নামজাদা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাঁরা ইউজি কোর্সে ‘এক্সিট’ অপশন রাখছে। সেখানে তিন বছরের পঠনপাঠনের পরে অনার্স ছাড়তে পারবেন ছাত্রছাত্রীরা। সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ‘এক্সিট’ অপশন রাখার সিদ্ধান্ত জানিয়েছিল। আর এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরাও তিন বছরের অনার্সের পর ২ বছরের স্নাতকোত্তর অথবা চার বছরের অনার্সের পর ১ বছরের মাস্টার্স ডিগ্রির সুযোগ রাখছেন।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাচ্ছে ‘NEET PG’ পরীক্ষা

পাশাপাশি, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে খবর, সেখানেও তিন বছরের অনার্সের পর এক্সিট অপশন অথবা চার বছরের স্নাতক পাঠ্যক্রম সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। প্রসঙ্গত, ইউজিসির নির্দেশিকা অনুসারে চার বছরের অনার্স কোর্স সম্পূর্ণ করলে মিলবে ‘অনার্স উইথ রিসার্চ ডিগ্রি’। তবে এই ডিগ্রি নির্ভর করছে পড়ুয়ার ছয়টি সেমিস্টারের রেজাল্টের উপর। পাশাপাশি, যাঁরা ‘অনার্স উইথ রিসার্চ ডিগ্রি’ পাবেন ও যাঁরা চার বছরের অনার্স কোর্স কমপ্লিট করবেন, তাঁরা এক বছরের স্নাতকোত্তর করার সুযোগ পাবেন।

চার বছরের স্নাতক

Related Articles