বকেয়া ডিএ-এর দাবিতে রীতিমতো তোলপাড় রাজ্য। আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি চলছে স্থানে স্থানে। এর আগে শহিদ মিনার চত্বরে অবস্থানে বসেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। নবান্নের বৈঠকেও যোগ দেন তাঁরা। কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। এখনও পর্যন্ত কর্মচারীদের ডিএ মেটানোর বিষয়ে মুখে কুলুপ এঁটেছে রাজ্য সরকার। আর তাই এবার বড় পদক্ষেপ গ্রহণের পথে রাজ্যের সরকারি কর্মচারীরা।
সূত্রের খবর, আগামী ২৫ জুন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ১৫০ দিন পূর্ণ হচ্ছে। তাই ফের মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। ওই দিন হাওড়া ও শিয়ালদা থেকে দুটি মিছিল এগিয়ে চলবে। মিছিলে অংশ নেবেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক ও সরকারি কর্মীরা। এরপর মিছিল পৌছবে শহিদ মিনারে। সেখানেই আয়োজিত হবে বিশাল সমাবেশ। সংগ্রামী যৌথ মঞ্চের ধারণা, এবারের মিছিলে অংশ নেবেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুনঃ কর্মবিরতির ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা
সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুন্ডু জানান, এই মহামিছিল থেকে ডিএ-এর দাবির পাশাপাশি একাধিক দাবি তোলা হবে। যেমন, পঞ্চায়েত নির্বাচনের সময়ে রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মীদের নিরাপত্তাজনিত নিশ্চয়তার দাবি। আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার দাবি। মহামিছিলের ঘোষণার পাশাপাশি যৌথ মঞ্চের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন আয়োজিত হবে।