ডিয়ারনেস অ্যালোওয়েন্স (DA) তথা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে অনেকদিন ধরেই লড়াই করছেন রাজ্যের সরকারি কর্মীরা। বারংবার রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরছেন তাঁরা। বকেয়া ডিএর দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন পাশাপাশি মিছিলে পা মেলান প্রচুর সরকারি কর্মী। বিষয়টি নিয়ে মামলাও চলছে আদালতে। এখনও পর্যন্ত ডিএ প্রসঙ্গে কোনো স্পষ্ট উত্তর মেলেনি সরকারের তরফে। তবে আশা করা যাচ্ছে, জুলাই মাসে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারে সরকার।
চলতি বছরের ২০ মে ডিএ মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়। এরপর মামলাটি গড়ায় সুপ্রিম কোর্টে। এখনও সর্বোচ্চ আদালতের তরফে কোনো নির্দেশ আসেনি। সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। জুলাই মাসে ডিএ সংক্রান্ত মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। তখনই বড় কোনো নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় সরকারি কর্মীদের দিকে আসতে পারে।
আরও পড়ুনঃ একলাফে ১৬ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের
প্রসঙ্গত, জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন। এদিকে ডিএ-এর দাবি রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। ইউনিটি ফোরামের তরফে দেবব্রত হালদার বলেন, “আইনি লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এবং যাব।” সরকারি কর্মীদের আশা, সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ আসলে রাজ্য সরকারও এবার ডিএ প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে।
আরও পড়ুনঃ টানা ১১ বছর স্কুলে আসেননি শিক্ষিকা!