শিক্ষার খবর

রাজ্যের স্কুল গুলি বেসরকারি সংস্থার অধীনে চলবে, খসড়া তৈরী রাজ্য সরকারের

Advertisement

স্কুলশিক্ষার পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। প্রচলিত স্কুলশিক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে এবার শিল্পপতিদের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুল পরিচালনা করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এবিষয়ে একটি খসড়া তৈরি করে ফেলেছে সরকার। স্কুলগুলি পিপিপি মডেলে (PPE) চলবে। স্কুলশিক্ষা দপ্তর এ বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করেছে। এই নয়া ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি স্কুলগুলি একসাথে সংযুক্তিকরণ (merge) হয়ে যাবে।

রাজ্য সরকার ইতিমধ্যেই ২৯০০ মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরের উন্নিত করার ছাড়পত্র প্রদান করেছে। প্রতিবছর সরকারের অধীনে থাকা স্কুলগুলি থেকে গড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ১২ লক্ষ এবং সেই সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি। যার ফলে এত বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী সমানভাবে পঠন-পাঠনের সুযোগ পায় না। তাই সরকারি নির্দেশ অনুযায়ী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চলবে স্কুলগুলি। জমি ও পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় দায়ভার নেবে সরকার। তবে প্রশাসনিক দেখাশোনা ও পরিচালনার দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা। এমনকি কোন মাধ্যমে স্কুল চলবে (অর্থাৎ বাংলা, ইংরেজি বা হিন্দি) তাও ঠিক করবে সেই বেসরকারি সংস্থা। পাশাপাশি এই শিক্ষা মডেল চালু হওয়ার পর স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া দায়ভার নেবে বিনিয়োগকারী সংস্থাগুলি।

তবে এখানেই শেষ নয়, রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন, পড়ুয়া ও অভিভাবকরা এই নীতির বিরোধিতা করেছেন। তাঁদের দাবি বেসরকারি সংস্থার দখলে শিক্ষাব্যবস্থা চলে গেলে, সাধারণ ও মধ্যবিত্ত বাড়ির পড়ুয়ারা শিক্ষা থেকে বঞ্চিত হবেন।
রাজ্যের অধ্যাপকদের সংগঠন আবুটার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারও শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণের পথে হাঁটছে।সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম মাইতি এর কথায়, ‘এতদিন মুখে জাতীয় শিক্ষানীতির (National Education Policy) বিরোধিতা করার পর রাজ্য যে খসড়া প্রকাশ করেছে তা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির আদলে তৈরি হয়েছে।

পিপিপি মডেল চালু করে সরকার জনগণের শিক্ষার সব দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। শিক্ষা ব্যবস্থায় পিপিপি মডেল চালু হলে, যার টাকা আছে সেই কেবল শিক্ষার সুযোগ পাবে। বাকিরা সুযোগ থেকে বঞ্চিত হবেন।

একজন সচেতন নাগরিক হিসেবে শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ নিয়ে আপনি কি মনে করেন? আমাদের টুইটার হ্যান্ডেলে অবশ্যই কমেন্ট করে জানান।

আরও পড়ুনঃ
মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখে নিন
কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
ভারতীয় রেলে আইটিআই পাশে প্রশিক্ষণের সুযোগ

Related Articles