রাজ্যে নতুন করে লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ঘোষণা করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নারী সুরক্ষাকে আরও মজবুত করতে রাজ্যে সাড়ে ৪ হাজার শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে জেলায় জেলায় মহিলা পুলিশের নতুন ব্যাটেলিয়ন তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গোটা রাজ্য জুড়ে মোট ১৫০ টি বাহিনী গড়ে তোলা হবে। প্রতি বাহিনীতে থাকবেন ৩০ জন করে লেডি কনস্টেবল। এই নতুন নিয়োগ নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ফলে আশা করা যায় শীঘ্রই শুরু হতে পারে এই নিয়োগ প্রক্রিয়া। যাঁরা ক্যারাটে সহ অন্য কোনও শারীরিক কসরতে পারদর্শী, তাঁদেরকে এই কাজের জন্য অগ্রাধিকার দেওয়া যায় কি না, তা নিয়েও মুখ্যসচিবকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কিসের ভিত্তিতে হবে এই নিয়োগ, তা এখনও স্পষ্ট নয়। এই নতুন নিয়োগ সংক্রান্ত যেকোনো খবর প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে।
আরও পড়ুনঃ হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে কর্মী নিয়োগ
প্রসঙ্গত মেয়েদের ইভটিজিং, শীল্লাতাহানি সহ একাধিক অপরাধ মূলক কাজরুখতে ২০১৮ সালে কলকাতা পুলিশ ‘উইনার্স’ নামক এক নতুন বাহিনী গড়েছিল। যা গোটা কলকাতা জুড়ে নারী সুরক্ষার কাজে দাপিয়ে বেড়াচ্ছে। ‘উইনার্স’ বাহিনীর সাফল্য দেখে গোটা রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে নতুন ৪৫০০ শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুনঃ কলকাতা পৌরসভায় গ্রূপ-সি কর্মী নিয়োগ