এক নজরে
শিক্ষার বিস্তার বা কর্মসংস্থান বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পগুলিতে জনসাধারণ স্বার্থকভাবে অংশগ্রহণ করুক তাই চান মুখ্যমন্ত্রী। এর আগে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একগুচ্ছ প্রকল্প এনেছে মমতা সরকার। তবে সম্প্রতি ‘খেলা হবে’ নামক নতুন প্রকল্প আসবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
‘খেলা হবে’ প্রকল্প
২১-এর বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান শোনা যায় শাসক দলের গলায়। এই স্লোগান ক্রমে জনপ্রিয় হয় সময়ের তালে। এই জনপ্রিয় স্লোগানকেই এবার প্রকল্পে রূপান্তরিত করতে চায় রাজ্য সরকার। কেন্দ্রের ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২১ শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ করাতেই পারি।” এরপর মুখ্যমন্ত্রী মূল পরিকল্পনার কথা খোলসা করেন। তিনি জানিয়েছেন, বাংলার দরিদ্র মানুষদের কথা চিন্তা করে উদ্যোগ নিতে চলেছে রাজ্য। যেখানে রাজ্য সরকারের ফান্ড থেকে কাজের টাকা দেওয়া হবে কর্মীদের। এই প্রকল্প কেন্দ্রের ‘একশো দিনের কাজের’ ধাঁচে তৈরি হলেও এটি রাজ্যের দ্বারা পরিচালিত হবে।
আরও পড়ুনঃ রাজ্যে কয়েক হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
রাজ্য সরকারের আধিকারিকরা জানিয়েছেন, গোটা রাজ্যে প্রায় ৬৪ লক্ষ মানুষের MGNREGS বা জব কার্ড রয়েছে। রাজ্য সরকারের প্রকল্পে গড়ে ২৬ দিন করে কাজ পেয়েছেন জব কার্ড থাকা ব্যক্তিরা। রাজ্য সরকারের আশা, আগামী দিনে আরও আড়াই কোটি শ্রমিককে এই কাজে যুক্ত করা যাবে।
আবেদন জানাবেন কিভাবে?
প্রকল্পের বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে, যা জানা যাচ্ছে আগ্রহী ব্যক্তিরা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ফর্ম ফিল আপ করে জমা দিতে হতে পারে সেখানেই। খুব সম্ভবত সেখানেই প্রকল্পের বিষয়ে ডিটেলসে জানতে পারবেন প্রার্থীরা। আগামী সেপ্টম্বর মাসের রাজ্যে শুরু হবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প।
আরও পড়ুনঃ রাজ্যে জেল পুলিশ নিয়োগ
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তার ফলে কাজ করার পরেও টাকা পাচ্ছেন না জনসাধারণ। তাই রাজ্যের গরীব মানুষদের স্বার্থে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।