পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীরা সেপ্টেম্বর মাস থেকেই পাবেন দ্বিগুণ বেতন। সমসাময়িক মূল্যবৃদ্ধি এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা মিলিয়ে দ্বিগুণ বেতনের ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে অতি শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বিষয়ে বৃহৎ একটি ঘোষণা করা হতে পারে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সত্যিই কি এক ধাক্কায় দ্বিগুণ বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা? DA নিয়ে কী চিন্তাভাবনা চলছে মন্ত্রীদের মধ্যে? এই সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
সরকারের কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে দ্বিগুণ পরিমাণেঃ
সম্প্রতি সরকারি সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, আগামী বছরের শুরু থেকেই দ্বিগুণ পরিমানে বেতন পেতে পারেন সরকারের কর্মচারীরা। এই বছরের সেপ্টেম্বর মাসেই এই সম্পর্কে দুর্দান্ত একটি ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে কেন বেতন বৃদ্ধি করা হচ্ছে সরকারি কর্মচারীদের? আসলে, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্গত বেতন ক্রম অনুসারে মাসিক বেতন লাভ করছেন। এই বেতনক্রম তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১০ বছর আগে। এই গোটা দশ বছরে বিপুল পরিমাণে মূল্য বৃদ্ধি ঘটেছে। যার ফলে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতনে জীবনযাপন সমস্যার সম্মুখীন হচ্ছে।
এই উদ্দেশ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বছরের সেপ্টেম্বর মাসে সপ্তম বেতন কমিশন তৈরীর পরিকল্পনা চলছে। সপ্তম বেতন কমিশন অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যত বেতন রয়েছে তার প্রায় দ্বিগুণ পরিমাণ বেতন বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর পাশাপাশি সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বর্তমানে মোট ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা লাভ করছেন সরকারি কর্মচারীরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এখনো পর্যন্ত খুশি হননি রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী মানুষেরা। আসলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিংবা অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে তুলনা করলে দেখা যায় এখনো বিপুল পরিমাণে পার্থক্য রয়েছে মহার্ঘ ভাতার পরিমাণে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কেন যথাযথ পরিমাণ মহার্ঘ ভাতার বৃদ্ধি ঘটানো হচ্ছে না, সেই বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
অপরদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই নতুন বেতনক্রম অনুসারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা উচ্চ মানের বেতন পাবেন। অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ষষ্ঠ পে কমিশনের বদলে সপ্তম পে কমিশন অনুসারে বেতন নির্ধারণ করা হবে। এর ফলে মহার্ঘ ভাতা এবং নতুন বেতনক্রম মিলিয়ে তাই দ্বিগুণ বেতন পাবেন রাজ্য সরকারই কর্মচারীরা।