রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পগুলি চালুর উদ্দেশ্য হল, সমাজের সকল শ্রেনীর মানুষ যাতে সরকারি সুরক্ষার আওতায় পড়েন। শিক্ষার্থীদের জন্য যেমন প্রকল্প রয়েছে, তেমনই কর্মী ও শ্রমিকদের জন্যও সরকারি সাহায্যের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি প্রকল্প হল ‘সামাজিক সুরক্ষা প্রকল্প’। এই প্রকল্পের আওতাধীন নাগরিকরা চিকিৎসা সুরক্ষা, সন্তানদের পড়াশোনার সাহায্য-সহ একগুচ্ছ সুবিধা পান। আজকের এই প্রতিবেদনে ‘সামাজিক সুরক্ষা প্রকল্পের’ বিষয়ে আলোচনা করা হল।
সামাজিক সুরক্ষা প্রকল্প- রাজ্যের অসংগঠিত শ্রমিক তথা নির্মাণ কর্মী, পরিবহন কর্মী-সহ অন্যান্য শ্রমিকদের জন্য এই ‘সামাজিক সুরক্ষা প্রকল্পের’ ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা চিকিৎসার জন্য ৬০ হাজার টাকার অর্থসাহায্য পান। এছাড়া, শ্রমিকের দুই সন্তানের পড়াশোনার খরচ দেওয়া হয় এই প্রকল্পে। শ্রমিকের সন্তান যদি একাদশ শ্রেণীতে পড়েন, তাহলে পাবেন ৪ হাজার টাকা। দ্বাদশ শ্রেণীতে ৫ হাজার টাকা। আইটিআই ও স্নাতক স্তরে ৬ হাজার টাকা ও স্নাতকোত্তর স্তরে ১০ হাজার টাকা পান। সন্তান পলিটেকনিক পড়াশোনা করলেও মেলে ১০ হাজার টাকার অর্থসাহায্য। আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত হলে ৩০ হাজার টাকার সাহায্য পাওয়া যায়। পাশাপাশি, আধুনিক কাজের সুবিধা পান অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। তবে এই প্রকল্পের আবেদন জানানোর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কী কী।
আরও পড়ুনঃ সরকারি স্কীমে আবেদন করে পেয়ে যান ১৫ হাজার টাকা
চিকিৎসা সুবিধা- সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তার পরিবারের কেউ অসুস্থ হলে বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে ২০ হাজার টাকা ও অপারেশন জনিত কারণে সর্বোচ্চ ৬০ হাজার টাকার অর্থসাহায্য পেতে পারেন। এছাড়া দুর্ঘটনায় আহত হলে পাওয়া যায় বছরে ১০ হাজার টাকার অর্থসাহায্য। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা পান উপভোক্তারা।
আবেদন জানানোর নিয়ম- ‘সামাজিক সুরক্ষা প্রকল্পে’ আবেদন জানাতে হলে একজন আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছর।পাশাপাশি, তাঁর বাৎসরিক আয় হতে হবে সর্বোচ্চ ৬৫ হাজার টাকার মধ্যে।
আবেদন জানাবেন কিভাবে- ‘সামাজিক সুরক্ষা প্রকল্পে’ আবেদন জানাতে হলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইটটি হল (wblabour.gov.in)। তাছাড়া, ব্লক অফিসে গিয়েও আবেদন জানানো যায়। আগ্রহী প্রার্থী প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের জেরক্স, পরিবারের সদস্যদের নাম ও পরিচয়পত্র এবং ইনকাম সার্টিফিকেট সহযোগে আবেদন জানাতে পারবেন। প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ