রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর এবং ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষা আগামী ১৬ এবং ১৭ মার্চ ২০২৪ তারিখে আয়োজিত হতে চলেছে। এরপরেই সম্ভবত জুন মাস নাগাদ রাজ্যে ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কিছু জেলাতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এরপরে রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে।
এই সমস্ত নিয়োগের সঙ্গে সঙ্গে রাজ্যের পঞ্চায়েত স্তরে কর্মী নিয়োগের বিষয় নিয়ে অপেক্ষায় আছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে মোট ৭২১৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। মোট শূন্যপদের মধ্যে গ্রাম পঞ্চায়েত গুলিতে ৬৬৫২ টি এবং পঞ্চায়েত সমিতিতে ৫৬৪ টি শুন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্ভবত এই সমস্ত শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত স্তরের সচিব এবং অফিস ক্লার্ক নিয়োগ করা হতে পারে। কোন কোন শূন্যপদে নিয়োগ হবে সেটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরেই স্পষ্ট হবে।
✅ ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার শেষ মুহূর্তের সাজেশন পিডিএফ এক্ষুনি ডাউনলোড করে নিন।
আরও পড়ুনঃ রাজ্যে জেলাভিত্তিক ভলেন্টিয়ার নিয়োগ
সুত্র মারফত খবর, এই পদে নিয়োগের জন্য আবেদন শুরু হতে পারে মার্চ মাস থেকে। সংশ্লিষ্ট মহলের ধারণা অনুযায়ী ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা শেষ হওয়ার পরে পঞ্চায়েত স্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় থাকবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কিছু পদের ক্ষেত্রে স্নাতক পাশ যোগ্যতা প্রয়োজন হবে। এরই পাশাপাশি আবেদনকারীকে বেসিক কম্পিউটার অপারেটিং সম্বন্ধে ধারণা রাখতে হবে।