পশ্চিমবঙ্গের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল আয়োজিত হতে চলেছে সেপ্টেম্বরের শেষের দিকে। মিছিল পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। কিন্তু সেই পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্ব নির্ধারিত রুটে হবে বলেই জানিয়েছেন বিচারপতি। তবে মিছিলে শান্তি বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে আয়োজক ও পুলিশ দুই পক্ষকেই।
গ্রুপ ডি মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আগের রায় বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত।সমস্ত বাধা পেরিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১ টা নাগাদ মিছিলে হাঁটবেন শয়ে শয়ে গ্রুপ ডি প্রার্থী। থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে এই মিছিল। এরপর মিছিল অগ্রসর হবে নিজাম প্যালেসের দিকে। নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে। সেপ্টেম্বরের শেষে আয়োজিত এই মিছিলে পা মেলাতে পারেন বিদ্বজ্জনেরাও।
আরও পড়ুনঃ ৭ বছরের বকেয়া মহার্ঘ ভাতা একসঙ্গে পাবেন সরকারি কর্মীরা
মামলা চলাকালীন সরকার তরফে সওয়াল করা হয়, মিছিলের ফলে ট্রাফিক জ্যামের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, সরকার যদি এ কথা বলে তবে মামলাকারী রা ২১ জুনের প্রসঙ্গ তুলবে। সবমিলিয়ে সরকার তরফের কোনোও বক্তব্যই আদালতে টেকেনি বরং মিছিলের অনুমতি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।