চাকরির খবর

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিরাট নিয়োগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিয়োগ শুরু হল

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে ব্যাপক নিয়োগ। একগুচ্ছ শূন্যপদে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক নিয়োগ কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। প্রচুর শূন্যপদে নিয়োগ দেওয়া হবে যুবক-যুবতীদের। বিভিন্ন পদ মিলিয়ে শূণ্যপদের সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো। পঞ্চায়েত নির্বাচনের পরেই এই নিয়োগ কর্মসূচি শুরুর বার্তা দিয়েছিল সরকার। তবে এবার বিভিন্ন ক্ষেত্রের শূন্যপদের হিসেব সেরে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর।

এর আগে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল, বিভিন্ন পদ মিলিয়ে হাজার হাজার প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট-সহ অন্যান্য পদ। সূত্রের খবর, অতি শীঘ্রই ১৩৬৩ টি শূন্যপদে জেনারেল ডিউটি অফিসার নিয়োগের ভাবনাচিন্তা চলছে রাজ্যে। রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মেডিক্যাল অফিসারদের নিয়োগ করা হবে। এছাড়া, ৪ হাজারটি শূন্যপদে জিএনএম নার্স, ৮৩৫ টি শূন্যপদে মেডিক্যাল টেকনোলজিস্ট, ৪৪৩৫ জন নার্স, ৭৫ জন সিনিয়র লেকচার ও রিডার এবং পিজি হসপিটাল অ্যান্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক পদ পূরণের পরিকল্পনা চলছে রাজ্যে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশে ৮ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ দিতে আরও নতুন শূণ্যপদ তৈরীর চিন্তাভাবনা করছে সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পাঁচ হাজারের বেশি পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে। এক বছরের চুক্তির ভিত্তিতে চাকরি দেওয়া হবে তাঁদের। প্রতি মাসে তাঁরা পাবেন ২০ হাজার টাকা করে ভাতা। সবমিলিয়ে বিপুল শূন্যপদে নিয়োগ পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। অসংখ্য চাকরিপ্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে বিশেষ তৎপরতা গ্রহণ করা হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিরাট নিয়োগ

Related Articles