চাকরির খবর

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে শতাধিক পদে নিয়োগ চলছে, West Bengal Health Recruitment

Advertisement

চাকরির খবর: রাজ্য স্বাস্থ্য দপ্তরে শতাধিক শূন্য পদে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে। নিয়োগ করা হবে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে 22 জানুয়ারি পর্যন্ত। West Bengal Health Recruitment 2021.

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

ল্যাব টেক

বয়স: সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
শূন্য পদ: 11 টি (UR- 5, SC- 3, ST- 1, OBC A- 1, OBC B- 1)।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা/ গণিত বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সাথে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। এবং কম্পিউটার কোর্স।
বেতন: প্রতি মাসে 22,000/- টাকা।

স্টাফ নার্স (Staff Nurse)

বয়স: বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে।
শূন্য পদ: 83 টি (UR- 45, SC- 19, ST- 5, OBC A- 8, OBC B- 6)।
শিক্ষাগত যোগ্যতা: GNM Nursing অথবা B.Sc. Nursing পাশ। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে স্থানীয় ভাষা জানতে হবে।
বেতন: প্রতি মাসে 25,000/- টাকা।

ফুলটাইম মেডিকেল অফিসার (FTMO)

বয়স: সর্বোচ্চ 66 বছরের মধ্যে।
শূন্য পদ: 10 টি (UR- 5, SC- 2, ST- 1, OBC A- 1, OBC B- 1).
শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী পাশ করতে হবে।
বেতন: প্রতিমাসে 60,000/- টাকা।

উপরোক্ত পদগুলির বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 22 জানুয়ারি।

আবেদন ফি

জেনারেল প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100/- টাকা। SC/ ST/ OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 50/- টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে in favour of “DH&FWS Asansol A/C Main Samity” payable at Asansol.

অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আবেদনপত্রের প্রিন্ট আউট নিতে হবে। অনলাইন আবেদনের প্রিন্ট আউট কপি, ডিমান্ড ড্রাফটের কপি সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি পৌঁছানোর শেষ তারিখ 2 ফেব্রুয়ারি। ঠিকানাটি হলোআবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাবেন সেটি হলো- office of the CMOM office, Kalyanpur Satellite township, Asansol, paschim Bardhaman, pin- 713305. আবেদনপত্রের খামের উপর লিখবেন “application for the post of…………….(যে পদে আবেদন করবেন), under NUHM”.

অফিশিয়াল নোটিশ ডাউনলোড

Download Official Notice

পশ্চিমবঙ্গের চাকরি খবর

West Bengal Job News

Related Articles