আগামী বছরের উচ্চ মাধ্যমিক (WB HS Exam) পরীক্ষা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। পুরোনো নিয়ম ছেড়ে নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। বছরে মোট দু’ বার মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। ইংরেজি মাধ্যমের বোর্ডগুলি যথা আইসিএসই ও সিবিএসই ইতিমধ্যেই সেমিস্টার সিস্টেমে অর্থাৎ বছরে দুইবার পরীক্ষা নিচ্ছেন। প্রথম ছয় মাস পড়াশোনার পর সেমিস্টার ওয়ান এবং পরের ছয় মাস পর সেমিস্টার টু। সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষাও নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তেমনটাই পরিকল্পনা নিচ্ছে বলে খবর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ও স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে।
ইতিমধ্যেই ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলো এ রাজ্যে। প্রায় আট লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। করোনা মহামারীর কারনে এইবার পরীক্ষা নিজ নিজ স্কুলেই সম্পন্ন হয়েছে অর্থাৎ হোম সেন্টার। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সময়ের অভাবে কার্যত তা সম্ভব ছিল না। তাছাড়া, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে হলে সিলেবাস সংশোধন কিংবা সিলেবাস বিভাজন করা হতে পারে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পূর্ব থেকে জানানো জরুরি। এছাড়াও উচ্চমাধ্যমিকের এতগুলো বিষয়ে সেমিস্টার সিস্টেমে প্রশ্ন প্রস্তুত করা এবং পরীক্ষা করানো যথেষ্ট সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাপেক্ষ। তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগোতে চাইছে বোর্ড।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল উচ্চ শিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছে। উক্ত কমিটির আগামী ৬ মে বৈঠকে বসার পরিকল্পনা আছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই বৈঠকে সেমিস্টার সিস্টেম তৎসহ অন্যান্য বহু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ৬ মে বৈঠকের পর এ বিষয়ে সমস্ত ঘোষণা জানাবেন বলে বার্তা দেন।
চাকরির খবরঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে
সেমিস্টার পদ্ধতি যেহেতু কেন্দ্রীয় বোর্ড সিবিএসই বা আইসিএসই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাই রাজ্যেও উক্ত পদ্ধতি কার্যকর না করলে পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে। এইসব দিক থেকে গুরুত্বপূর্ণ হয় উঠছে ৬’ই মে’র বৈঠক। এই নিয়ম আগামী ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের শিক্ষা দপ্তর ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।